ওয়াটার রেসিস্ট্যান্ট নয়, সমুদ্রে ডুব দিয়ে সাধারণ মোবাইলেই তুলুন ছবি ! জেনে নিন কীভাবে--
Last Updated:
advertisement
1/6

সমুদ্রে বেরাতে গিয়েছেন! অপূর্ব আবহাওয়া, মনোরম দৃশ্য ! অনেক ছবি তুলেছেন ! এবার সমুদ্রে নামার পালা ! Photo Source: Collected
advertisement
2/6
শুধু কী আর সমুদ্রস্নান? রয়েছে হরেক কিসিমের ওয়াটার স্পোর্টস-এরও হাতছানি! অপেক্ষা করে রয়েছে স্পিড বোট, ব্যানানা রাইড, প্যারা গ্লাইডিং, ডলফিন ওয়াচ... Photo Source: Collected
advertisement
3/6
কিন্তু মনটা খারাপ! সমুদ্র স্নান হোক কী ওয়াটার স্পোর্টস... মোবাইল ফোনে একটাও ছবি তোলার উপায় নেই! প্যারা গ্লাইডিং করতে করতে সেলফি তোলার ইচ্ছে কতদিনের ! তা আর হল না ! Photo Source: Collected
advertisement
4/6
ফোন নিয়ে কোনওভাবেই জলে নামা যাবে না! জল ঢুকে ফোনের বারোটা বাজবে! ওয়াটার রেসিস্ট্যান্ট ফোন যে মেলে না, তা নয়! কিন্তু ক'জনের কাছেই বা তা আছে ! সমুদ্রসৈকতে থাকা পেশাদার ফোটোগ্রাফাররা ছবি তুলে দেন ঠিকই, কিন্তু খরচা প্রচুর! Photo Source: Collected
advertisement
5/6
তা হলে উপায়? আপনার সমুদ্রস্নানের বা ওয়াটার স্পোর্টস-এর ছবি উঠবে না? উঠবে উঠবে! টেনশন করবেন না! আপনার মোবাইল ক্যামেরাতেই উঠবে এবং মোবাইলকে ওয়াটার রেসিস্ট্যান্টও হতে হবে না! Photo Source: Collected
advertisement
6/6
কীভাবে? মোবাইলটা একটা জিপ-পাউচের মধ্যে ভরে, মুখটা ভাল করে আটকে নিন। পাউচটা যেন ঠিক মোবাইলের খাপেখাপে বসে। যদি সাইজে একটু বড় হয়, তা হলে ধারগুলে স্টেপলারের পিন দিয়ে আটকে দিন ! ব্যস! মুশকিল আসান ! Photo Source: Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ওয়াটার রেসিস্ট্যান্ট নয়, সমুদ্রে ডুব দিয়ে সাধারণ মোবাইলেই তুলুন ছবি ! জেনে নিন কীভাবে--