TRENDING:

Health News: স্ট্রোক কি হার্টের অসুখ? রয়েছে অনেক মিথ! শরীরিক সমস্যা নিয়ে ভুল তথ্য 'পাপের' সমান, ঠিক কী জানুন

Last Updated:
Difference Between Stroke and Heart Attack: স্ট্রোক আর হার্ট অ্যাটাকে মূল পার্থক্য কী? শরীরের কোন কোন অংশে হয় ক্ষতি? একটু সচেতন থাকুন
advertisement
1/10
স্ট্রোক কি হার্টের অসুখ? রয়েছে অনেক মিথ!শরীরিক সমস্যা নিয়ে ভুল তথ্য পাপের সমান
ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাক, দুইই খুব মারাত্মক৷ এতে মৃত্যু পর্যন্ত হতে পারে৷ বয়সের সঙ্গে সঙ্গে এই মারণ সমস্যার প্রবণতা বাড়লেও, যে কোনও বয়সেই ঘটতে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোক৷ বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে কম বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়েছে৷
advertisement
2/10
স্ট্রোক নিয়ে অনেক মিথ রয়েছে। বেশিরভাগ মানুষ মনে করেন স্ট্রোক একটি হার্টের অসুখ। সত্যিই কী তাই? নাকি দুইয়ের মধ্যে রয়েছে বিস্তর ফারাক? জানুন সঠিক তথ্য৷
advertisement
3/10
ইউটিউবের দৌলতে এখন সকলের কাছেই খুব সহজে সব তথ্য উঠে আসে৷ বিশেষ করে শরীরের সমস্যা বা ডাক্তারি বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে প্রচুর কৌতুহল, যা তারা নেটদুনিয়ে থেকে খোঁজার চেষ্টা করেন৷ ফলে এতে এই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোকপাত হলেও, মিথ যেন আরও বাড়তে থাকে৷ অনেক সময়েই অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে৷
advertisement
4/10
এবার জেনে নেওয়া যাক হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের মধ্যে পার্থক্য কী?স্ট্রোক আসলে হার্টের থেকে আলাদা৷ হার্ট অ্যাটাক মানে শুধু হার্টের রক্তনালী বন্ধ হয়ে গেলেই হার্ট অ্যাটাক হয়। কিন্তু ব্রেনের ক্ষেত্রে বিষয়টা আরও জটিল।
advertisement
5/10
স্ট্রোক ও হার্ট অ্যাটাক সম্পূর্ণ ভিন্ন রোগ। অনেকেই এ সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন। শিক্ষিত মানুষের মধ্যেও এই বিষয়ে ভুল ধারণা রয়েছে। স্ট্রোক মস্তিষ্কের রক্তনালির রোগ এবং হার্ট অ্যাটাক হৃৎপিণ্ডের রোগ।
advertisement
6/10
কোনও কারণে যদি মস্তিষ্কের রক্তনালি বন্ধ হয়ে যায় বা ফেটে যায় তবে স্ট্রোক হয়। মনে রাখতে হবে, স্ট্রোক কখনও আঘাতজনিত কারণে হয় না। রক্তনালি বন্ধ হওয়ার কারণে বেশি স্ট্রোক হয়। শতকরা প্রায় ৮০ ভাগ স্ট্রোক হয় রক্তনালি বন্ধ হওয়ার কারণে।
advertisement
7/10
স্ট্রোকের বেশ কিছু ‘ঝুঁকির কারণ’ হল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বেশি বয়স, ধূমপান, হৃৎপিণ্ডের নানাবিধ সমস্যা, মস্তিষ্কের রক্তনালি সরু হয়ে গেলে, অ্যালকোহল, কায়িক পরিশ্রমের অভাব, রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল ইত্যাদি। পুরুষদের মহিলাদের চেয়ে স্ট্রোক বেশি হয়।
advertisement
8/10
স্ট্রোক হলে বিভিন্ন লক্ষণ দেখা যায়৷ যেমন কোনও পাশ দুর্বল হওয়া বা সম্পূর্ণ অচল হয়ে যাওয়া, কথা বলতে সমস্যা, ঢোক গিলতে অসুবিধা, দৃষ্টি সমস্যা, প্রস্রাবে অসুবিধা, মাথা ঘোরা ও মাথা ব্যথা৷ তবে সবার ক্ষেত্রে একই সমস্যা হয়না। একেক জনের ক্ষেত্রে একেক রকম উপসর্গ দেখা যায়।
advertisement
9/10
মূলত হার্ট বা হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত বা বন্ধ হয়ে গেলে হৃদযন্ত্রের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বা এর টিস্যুগুলো মারা যায়। এটিকেই হার্ট অ্যাটাক বলে। এক কথায়—হৃৎপিণ্ডের কোষ রক্ত সরবরাহ না পেয়ে ধ্বংস হয়ে যাওয়াকেই হার্ট অ্যাটাক বলা যায়।
advertisement
10/10
হার্ট অ্যাটাকের লক্ষণগুলো হল হঠাৎ করে শ্বাস-প্রশ্বাসের কষ্ট, দম আটকে যাওয়া, হৃদযন্ত্রের কোনো রকম সমস্যা হলে ফুসফুসও অক্সিজেন কম পায়। কোনও কারণ ছাড়াই ঘাম হলে বা একটুতেই হাঁপিয়ে উঠলেও দুশ্চিন্তার কারণ রয়েছে। শরীরে ঠিকভাবে রক্ত চলাচল না হলে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকভাবে অক্সিজেন পায় না। তাই হাঁপ ধরতে পারে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে ঘাম হওয়া৷ এছাড়াও বুকে ব্যথা, বুকে চাপ ধরা৷ অনেকের ক্ষেত্রে হঠাৎ করে ভীষণ উদ্বেগ কাজ করে, যাকে অনেকে প্যানিক অ্যাটাকের সঙ্গে গুলিয়ে ফেলে। তবে এ লক্ষণ সবার ক্ষেত্রে দেখা যায় না। কিছুটা অপ্রচলিত হলেও অনেকের ক্ষেত্রে ভীষণ কফসহ কাশি হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health News: স্ট্রোক কি হার্টের অসুখ? রয়েছে অনেক মিথ! শরীরিক সমস্যা নিয়ে ভুল তথ্য 'পাপের' সমান, ঠিক কী জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল