Bengali term of Sunglass: রোদে তো পরেন, সানগ্লাসের বাংলা প্রতিশব্দটি জানেন কি? ৯৯ শতাংশই ডাহা ফেল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Bengali term of Sunglass: বিভিন্ন প্যাটার্নের সানগ্লাস আমরা রোজই পরি৷ কিন্তু এর সুন্দর বাংলা প্রতিশব্দটি কিন্তু জানি না৷
advertisement
1/5

জলবায়ু পরিবর্তনের কারণে শহরের তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, যাকে বলা হয় Urban Heat। তা ছাড়া গরমও মানুষকে অনেক কষ্ট দেয়। শহুরে তাপ এবং হিট স্ট্রোক প্রতিরোধে আপনার কিছু প্রয়োজনীয় পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হল সানগ্লাস ব্যবহার।
advertisement
2/5
গরমের হাত থেকে বাঁচার জন্য তো বটেই, ফ্যাশনের ক্ষেত্রেও সানগ্লাস বহুল প্রচলিত৷
advertisement
3/5
গরমকালে বাইরে বেরোনো মানেই তো ছাতা আর রোদচশমা মাস্ট! রোদচশমা বা সানগ্লাস চোখকে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা তো করেই। সেই সঙ্গে এটা স্টাইলিংয়ের অংশও হয়ে উঠেছে।
advertisement
4/5
চিকিৎসকদের মতে, সূর্যের সামনে দীর্ঘ সময় থাকলে তা চোখের নানারকম সমস্য়া দেখা দিতে পারে। সানগ্লাস সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে চোখকে রক্ষা করে।
advertisement
5/5
তবে রোজ ব্যবহার করলেও এর বাংলা কিন্তু অনেকেরই অজানা৷ সানগ্লাসের বাংলা হল রোদচশমা৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bengali term of Sunglass: রোদে তো পরেন, সানগ্লাসের বাংলা প্রতিশব্দটি জানেন কি? ৯৯ শতাংশই ডাহা ফেল