Good Touch Bad Touch: বাবা-মা হিসেবে ভুল করবেন না, মেয়ে হোক বা ছেলে, পড়াশুনার সঙ্গে গুরুত্ব দিন এই বিশেষ শিক্ষায়
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Child Learning: খারাপভাবে স্পর্শ করলেই, ফোন করুন এই নম্বরে...
advertisement
1/5

কেউ খারাপ ভাবে স্পর্শ করলে ১০৯৮ "চাইল্ড হেল্প লাইনের" এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই পাওয়া যাবে জেলা প্রশাসনের "ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটের" সাহায্য। তাছাড়াও যাওয়া যেতে পারে লোকাল থানার "চাইল্ড ওয়েলফেয়ার" পুলিশ অফিসারদের কাছে। থানার "চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে" গেলে শিশুদের সমস্ত অভিযোগ নির্দ্বিধায় শোনা হয়। বাবা মায়েরা অনেকেই জানেন না এই বিষয়গুলি। তবে বর্তমান সমাজে দাঁড়িয়ে "গুড টাচ" অর্থাৎ ভাল স্পর্শ এবং "ব্যাড টাচ" অর্থাৎ খারাপ স্পর্শ কি এবং কেউ খারাপ স্পর্শ করলে কি করা উচিত সেই শিক্ষা যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করছেন নেটিজেনরা।
advertisement
2/5
ঠিক কি করা উচিত? মঙ্গলবার তার পাঠ দেওয়া হল বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলে। জেলা শিশু সুরক্ষা ইউনিটের মুকুল বন্দ্যোপাধ্যায় বিদ্যালয়ের ছাত্রীদের দিলেন "গুড টাচ এবং ব্যাড টাচ" সম্পর্কে স্বচ্ছ ধারণা। মুকুল বন্দ্যোপাধ্যায় বলেন, "বাচ্চা ছেলে বা মেয়েরা অনেকেই "ব্যাড টাচের" শিকার। খারাপ স্পর্শ সব সময় যে গোপন অঙ্গেই হবে তার কোন মানে নেই। শরীরের অন্যান্য অঙ্গতেও পরিবারের সদস্য কিংবা অজানা ব্যক্তি খারাপ "ইনটেনশন" নিয়ে স্পর্শ করা কেই বলে "ব্যাড টাচ"।"
advertisement
3/5
"চিৎকার করে করতে হবে পাড়া মাত" অর্থাৎ কেউ খারাপ ভাবে স্পর্শ করলে তৎক্ষণাৎ চিৎকার করে সকলকে জানাতে উপদেশ দিলেন জেলা শিশু সুরক্ষা ইউনিটের সদস্যা মুকুল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি আরও বলেন যে, বাচ্চাদের বাবা-মা কিংবা ভাই বোনের মধ্যে কেউ একজন খুবই প্রিয় হয়। সেই প্রিয় ব্যক্তির কাছে সব কথা খুলে বলে সেই বাচ্চাটি।
advertisement
4/5
বাচ্চাদের কথার মধ্যে হিন্ট কিংবা সংকেত গুলো বুঝতে হবে বড়দের। এছাড়া রয়েছে টোল ফ্রি নম্বর ১০৯৮, যেখানে ফোন করলে পাওয়া যাবে জেলা প্রশাসনের সাহায্য। রয়েছে থানার "চাইল্ড ওয়েলফেয়ার" বিভাগ। মুখ ফুটে কথা বলার সাহস দেখাতে পারলেই নির্মূল করা সম্ভব হবে খারাপ স্পর্শকারী হার্মাদদের।
advertisement
5/5
রাজ্যের শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে বাঁকুড়া জেলা। প্রথাগত বিদ্যা এবং শিক্ষা ব্যবস্থায় বরাবরই এক উজ্জ্বল নাম বাঁকুড়া। কৃতি ছাত্র-ছাত্রীদের লাইন লেগে থাকে প্রতি বছর। তবে প্রথাগত বিদ্যা থেকে বেরিয়ে এসে কিছু হাতে-কলমে এবং প্র্যাকটিক্যাল পাট নিতে দেখা যাচ্ছে বাঁকুড়ার বিদ্যালয় গুলিতে। বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলে "গুড টাচ এবং ব্যাড টাচের" এই পাঠ তারই অন্যতম। (নীলাঞ্জন ব্যানার্জী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Good Touch Bad Touch: বাবা-মা হিসেবে ভুল করবেন না, মেয়ে হোক বা ছেলে, পড়াশুনার সঙ্গে গুরুত্ব দিন এই বিশেষ শিক্ষায়