TRENDING:

সাদা পোশাকের নীচে কোন রঙের ব্রা পরবেন বুঝতে পারেন না? জেনে নিন

Last Updated:
advertisement
1/5
সাদা পোশাকের নীচে কোন রঙের ব্রা পরবেন বুঝতে পারেন না? জেনে নিন
সাদা পোশাক পরলে অবধারিত ভাবেই মহিলারা ভিতরে সাদা ব্রা পরেন৷ কিন্তু সাদা ব্রা অনেক সময়ই পোশাকের ওপর দিয়ে ফুটে ওঠে৷ যা দেখতে অশ্লীল লাগে৷ অধিকাংশ মহিলাই তাই বুঝে উঠতে পারেন না সাদা পোশাকের নীচে কী রঙের ব্রা পরা উচিত৷ জেনে নিন৷
advertisement
2/5
সাদা পোশাকের নীচে তাই সাদা নয়, পরা উচিত নিউট্রাল বা ন্যুড রঙের ব্রা৷ কিন্তু সেই নিউট্রাল ব্রা-এর শেড ও নির্ভর করে আমাদের স্কিনটোনের ওপর৷ অর্থাৎ, একজনের জন্য যা বেজ, অন্যজনের জন্য তাই হবে চকোলেনট৷ জেনে নিন কীভাবে বাছবেন স্কিনটোন অনুযায়ী৷
advertisement
3/5
যাদের গায়ের রং ফর্সা তারা হালকা গোলাপি বা বেজ রঙের ব্রা বেছে নিন৷ এই ধরনের নিউট্রাল ব্রা অনায়াসে পরতে পারেন সাদা পোশাকের নীচে৷
advertisement
4/5
গমের মতো যাদের গায়ের রং তাদের নিউট্রাল রং হল ক্রিম বা ব্রাউন রঙের ব্রা৷ এই রঙের ব্রা সাদা পোশাকের নীচে পরলে ফুটে উঠবে না৷
advertisement
5/5
গায়ের রং যদি গাঢ় বা শ্যামলা হয় তাহলে আপনার নিউট্রাল ব্রা শেড হল কোকো, চকোলেট রঙের ব্রা৷ এমনকী এক্ষেত্রে কালো ব্রা-ও পরতে পারেন সাদা পোশাকের নীচে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সাদা পোশাকের নীচে কোন রঙের ব্রা পরবেন বুঝতে পারেন না? জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল