TRENDING:

Travel: পাথুরে ভাস্কর্য আর ইতিহাসের মিলমিশ, একদিনের জন্য ঘুরে আসুন কুরুমবেড়া থেকে...

Last Updated:
একদিনের ছুটিতে ঘিরে আসুন ইতিহাসের নিদর্শন কুরুমবেড়া থেকে
advertisement
1/6
পাথুরে ভাস্কর্য আর ইতিহাসের মিলমিশ, একদিনের জন্য ঘুরে আসুন কুরুমবেড়া থেকে
ঘুরতে যেতে ভালোবাসেন? ঘোরার সঙ্গে সঙ্গে পরখ করে দেখুন ইতিহাসকে। জানুন ভারতের ইতিহাসের নানা কাহিনী।
advertisement
2/6
কর্মব্যস্ততার মাঝেও নিরিবিলি তে সময় কাটান। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল অধ্যুষিত ব্লক কেশিয়াড়ি। এই কেশিয়াড়িতে রয়েছে ইতিহাসের অন্যতম নিদর্শন কুরুমবেড়া দুর্গ।
advertisement
3/6
অন্যান্য সাধারণ গ্রামের মত কেশিয়াড়ির এক গ্রাম গগণেশ্বর। এখানে রয়েছে প্রাচীন ইতিহাস কুরুমবেড়া ।বিশাল এই দুর্গের চারিদিকে সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা। ভিতরে যাওয়ার একমাত্র পথ। ভিতরে প্রবেশ করলে দেখা যাবে, রয়েছে তিনটি গম্বুজ।
advertisement
4/6
বাইরে কারুকার্য না থাকলেও ভেতরে দালান, কারুকার্য মন্দির দেওয়াল। সবই পাথরের তৈরি।
advertisement
5/6
ওড়িশার রাজা কপিলেশ্বরদেবের আমলে দশ ফুট উচ্চ দেওয়াল, তিন ফুট প্রস্থ বিশিষ্ট ও অভ্যন্তরে আট ফুট প্রশস্ত খিলান যুক্ত প্রকোষ্ঠ বেষ্টিত এই সেনানিবাস বা দুর্গ নির্মিত হয়। দুর্গের ভেতর একটি গগনেশ্বর নামের শিব মন্দির, সুগভীর কূপ ছিল।
advertisement
6/6
খড়গপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে এই ইতিহাসের নিদর্শন। পরিবার পরিজনকে নিয়ে একদিন ঘুরে আসতে পারেন কুরুমবেড়া থেকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel: পাথুরে ভাস্কর্য আর ইতিহাসের মিলমিশ, একদিনের জন্য ঘুরে আসুন কুরুমবেড়া থেকে...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল