West Bengal Tour: গরমের ছুটিতে আধ্যাত্মিক ভ্রমণে যেতে চান? বাংলার এই কাহিনি জানলে মন টানবেই ঘোষগ্রাম! জানুন
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
West Bengal Tour: পৌষ মাসের প্রত্যেক বৃহস্পতিবার এই মেলায় হাজার হাজার পর্যটকদের ভিড় জমে, জানেন কী মাহাত্ম্য রয়েছে বাংলার ঘোষগ্রামের? জানুন
advertisement
1/5

এই গ্রামের আরাধ্যা দেবী মা লক্ষ্মী। গ্রামের কোনও বাড়িতে আলাদা করে লক্ষ্মীপুজো হয় না। মন্দিরেই মা লক্ষ্মীর আরাধনা করেন গ্রামবাসীরা। আর এই গ্রাম লক্ষ্মীগ্রাম হিসাবে পরিচিত অনেকের কাছে। আর এই ঘোষগ্রামের অজানা ইতিহাস সম্বন্ধে জানিয়েছেন ইতিহাস-এর প্রাক্তন শিক্ষক সুশীল দত্ত। তাই এবার বীরভূম এলে অবশ্যই ঘুরে আসুন এই ঘোষগ্রাম থেকে।
advertisement
2/5
মুর্শিদাবাদ জেলার কান্দির রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করেন।কোজাগরীর রাতে ৯ টি ঘট ভরে নবঘটের পুজো করা হয়। ১০৮ টি ক্ষীরের নাড়ুর নৈবেদ্য দেওয়া হয়। কারও বাড়ি নয়, মন্দিরেই আরাধনা হয় ধনদেবীর। প্রত্যেক বৃহস্পতিবার এই মন্দিরে দূর-দূরান্ত থেকে এবং আশপাশের গ্রাম থেকে বহু ভক্তের সমাগম হয়।
advertisement
3/5
প্রায় দেড় কোটি টাকা খরচে এবার তৈরি হয়েছে লক্ষ্মীমন্দির। বীরভূমের ময়ূরেশ্বরে ঘোষগ্রামের লক্ষ্মীপুজো প্রায় পাঁচশো বছরের পুরনো। লক্ষ্মীদেবীর স্থায়ী মন্দির আছে গ্রামে। কথিত আছে, গ্রাম্য এই অধিষ্ঠাত্রী দেবীর দারুমূর্তি প্রতিষ্ঠা করেন কামদেব ব্রহ্মচারী। ময়ুরেশ্বরে লক্ষ্মীমন্দিরের আনুষ্ঠানিক দ্বরোঘাটন করেছেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। মন্দির নতুন হলেও ৬৮ বছরের পুরনো দারুমূর্তিতেই পুজো হয়।
advertisement
4/5
অন্যদিকে, মন্দিরের এক সেবাইত গুরুশরণ বন্দ্যোপাধ্যায় বলেন, “চারবছর অন্তর গঙ্গামাটির প্রলেপ দিয়ে মূর্তির অঙ্গরাগ হয়। কিন্তু এই মূর্তির নবকলেবর হয়েছিল ১৩৫৬ বঙ্গাব্দে।’’পৌষ মাসে প্রতি বৃহস্পতিবার বসে মেলা। যে মেলায় কড়ি কিনতে দূর-দূরান্ত থেকে গৃহস্থরা মেলায় হাজির হন।
advertisement
5/5
এবার প্রশ্ন আপনি এখানে পৌঁছবেন কী ভাবে? আপনি যদি বীরভূমের তারাপীঠ ভ্রমণের জন্য আসেন তাহলে আপনি তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দিয়ে আপনি সোজা পৌঁছে যান বীরচন্দ্রপুর ইসকন মন্দির। তারাপীঠ থেকে যে কোনও টোটো গাড়িতে আপনি পৌঁছে যেতে পারবেন এখানে। বীরচন্দ্রপুর ইসকন মন্দির দেখে আপনি পৌঁছে যেতে পারবেন এই ঘোষগ্রাম।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
West Bengal Tour: গরমের ছুটিতে আধ্যাত্মিক ভ্রমণে যেতে চান? বাংলার এই কাহিনি জানলে মন টানবেই ঘোষগ্রাম! জানুন