Weight Loss Tips: ওজন কমানো থেকে উজ্জ্বল ত্বক! প্রতিদিন সকালে এক বাটি পেঁপে-লেবুতেই মিলবে সমাধান!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Weight Loss Tips: পেঁপেতে ক্যালোরি কম, ফাইবার বেশি। তাই এটি পেট ভরিয়ে রাখে এবং অযথা খিদে লাগা রোধ করে। লেবুর পলিফেনল ফ্যাট মেটাবলিজমে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে রাখে।
advertisement
1/8

সকালের ব্রেকফাস্টে হালকা, পুষ্টিকর ও ডিটক্সিফাইং কিছু খুঁজছেন? তাহলে পেঁপে ও লেবুর মিশ্রণ হতে পারে আপনার দিনের সেরা শুরু। বিশেষজ্ঞদের মতে, এই দুটি উপাদান একসঙ্গে খেলে শরীরের ভেতর থেকে ত্বক পর্যন্ত মিলবে নানা উপকার।
advertisement
2/8
ওজন কমাতে সহায়কপেঁপেতে ক্যালোরি কম, ফাইবার বেশি। তাই এটি পেট ভরিয়ে রাখে এবং অযথা খিদে লাগা রোধ করে। লেবুর পলিফেনল ফ্যাট মেটাবলিজমে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে রাখে।
advertisement
3/8
ইমিউন সিস্টেম মজবুত করেএকটি মাঝারি আকারের পেঁপেতে দৈনিক প্রয়োজনীয় ভিটামিন C-এর দ্বিগুণ পরিমাণ থাকে। তাতে লেবুর রস মেশালে রোগপ্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে।
advertisement
4/8
হজমে সাহায্য করেপেঁপের মধ্যে থাকা পাপেইন নামের এনজাইম প্রোটিন ভাঙতে সাহায্য করে। লেবুর সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে হজমে সহায়ক হয়।
advertisement
5/8
হৃদযন্ত্রের জন্য ভালপেঁপের পটাশিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত খেলে হার্ট সুস্থ থাকে।
advertisement
6/8
লিভার রাখে পরিষ্কার ও সক্রিয়পেঁপে ও লেবুর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ লিভারকে ডিটক্স করে, টক্সিন দূর করতে সাহায্য করে।
advertisement
7/8
ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখেপেঁপের প্রাকৃতিক এনজাইম মৃত ত্বক কোষ দূর করে, লেবুর ভিটামিন C কোলাজেন তৈরি করে। ফলে ত্বক থাকে টানটান ও উজ্জ্বল।
advertisement
8/8
ক্যানসার প্রতিরোধে সহায়ক (গবেষণাধীন)বেশ কিছু গবেষণায় দেখা গেছে, পেঁপে ও লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোষের ক্ষয় রোধ করে ক্যানসার প্রতিরোধে সাহায্য করতে পারে। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weight Loss Tips: ওজন কমানো থেকে উজ্জ্বল ত্বক! প্রতিদিন সকালে এক বাটি পেঁপে-লেবুতেই মিলবে সমাধান!