Weight Loss Tips: এক লাফে কমবে ৩কেজি! জিম-ডায়েট ছাড়ুন! দুপুরের এক ‘খাবারে’ বুলেট গতিতে কমবে ওজন!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Weight Loss Tips: শুধু ট্রেন্ডিং বলে নয়, শরীর সুস্থ রাখতে ওজন নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। স্বাস্থ্যকর ডায়েট(Healthy Diet) এবং ব্যায়াম(Yoga) করলে ওজন কমানো যায় তা আমরা সকলেই জানি।
advertisement
1/8

শুধু ট্রেন্ডিং বলে নয়, শরীর সুস্থ রাখতে ওজন নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। স্বাস্থ্যকর ডায়েট(Healthy Diet) এবং ব্যায়াম(Yoga) করলে ওজন কমানো যায় তা আমরা সকলেই জানি।
advertisement
2/8
কিন্তু একটা সময়ের পর কাজটা কঠিন হয়ে যায়। তবে, শুধু শরীরিক পরিশ্রম করলেই ওজন কমবে না সঙ্গে ডায়েট মেনেও চলতে হবে।
advertisement
3/8
বর্তমানে, সকলের জীবনযাত্রার অনেক পরিবর্তন হয়েছে। তবে, ভাল ফিটনেস শৃঙ্খলার সঙ্গে আসে। যদি এক মাসে ৪-৫ কেজি ওজন কমাতে চান তবে তার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে।
advertisement
4/8
স্বাস্থ্যকর ভাবে ওজন কমানোর জন্য, জীবনধারা পরিবর্তন, নিয়মিত ব্যায়াম এবং সচেতন খাদ্যাভ্যাস প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে খাবার জীবনে খুবই জরুরি ভূমিকা পালন করে।
advertisement
5/8
গরমকালে, প্রতিদিন সকালে বা দুপুরে যদি এই খাবার খাওয়া যায় তাহলে ওজনও কমবে আবার শরীরও খুবই সুস্থ থাকবে। খাবারটি বানাতে লাগবে, টক দই, চিয়া সিড, মধু এবং ২-৩ রকমের ফল। এই ৪টি জিনিস একসঙ্গে মিশিয়ে প্রতিদিন খেলে ওজন কমানো কেউ আটকাতে পারবে না।
advertisement
6/8
টক দইয়ে রয়েছে প্রো-বায়োটিক উপাদান, উপকারী ব্যাক্টেরিয়া। যেগুলি শরীরের ক্ষতিকার ব্যাক্টেরিয়াকে মেরে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এ ছাড়াও ভিটামিন এ, বি ৬, বি ফ্যাট, ক্যালশিয়াম, ফসফরাস সহ নানা পুষ্টিকর উপাদানে ভরপুর টক দই।
advertisement
7/8
চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। চিয়া সিড খেলে পেট আপনার অনেকক্ষণ ভর্তি থাকবে। ক্ষিদে অনেকটাই কমবে এবং ওজন আপনার নিয়ন্ত্রণে থাকবে।
advertisement
8/8
মধু রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। এর অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্যে আছে। আর যে কোন মরসুমি ফল শরীরে জলের ভারসাম্য ঠিক রাখে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weight Loss Tips: এক লাফে কমবে ৩কেজি! জিম-ডায়েট ছাড়ুন! দুপুরের এক ‘খাবারে’ বুলেট গতিতে কমবে ওজন!