Weight Loss Tips: ৭দিনে পারফেক্ট ফিগার! স্যালাড বানানোর সময় খেয়াল রাখুন ৫ টিপস! গলে যাবে সব মেদ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Weight Loss Tips: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত খাবারের তালিকায় স্যালাড (Salad) রাখলে দ্রুত ওজন কমানো সম্ভব। কিন্তু স্যালাড বানানোরও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে।
advertisement
1/7

বর্তমানে অতিরিক্ত ওজন কমানো (Weight Loss) নিয়ে বহু মানুষেই চিন্তিত। নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। তার সঙ্গে নিয়ম মেনে শরীরচর্চাও করছেন। কিন্তু তার পরও কিছুতেই ওজন কমছে না।
advertisement
2/7
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত খাবারের তালিকায় স্যালাড (Salad) রাখলে দ্রুত ওজন কমানো সম্ভব। কিন্তু স্যালাড বানানোরও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে।
advertisement
3/7
স্যালাড এমনভাবে বানান যা শরীরের শক্তি বাড়াতে পারে। ওজন কমাতে গিয়ে শীরিরীক শক্তির যেন ক্ষয় না হয়।
advertisement
4/7
স্যালাডে প্রচুর পরিমাণে সবুজ শাকপাতা সবজি ব্যবহার করুন। ব্রকলি, ক্যাপসিকাম, মটরশুটি, গাজর, বাঁধাকপি, লেবুর রস, ট্যমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতার মতো জিনিস অন্তভুক্ত করতে হবে। শাক-সবজিতে খুব কম ক্যালোরি থাকে কিন্তু পুষ্টিগুণ প্রচুর থাকে।
advertisement
5/7
স্যালাডে চর্বিহীন প্রোটিন যেমন চিকেন, ডিম, পনীর/ছানা, বীনস ব্যবহার করতে পারেন। পেশীর ক্ষমতা এবং মেটাবলিজেম রেট বাড়াতে সাহায্য করে।
advertisement
6/7
স্যালাডে স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার যেমন, বাদাম, আভোকাডো, বিভিন্ন বীজ যুক্ত করুন। এই খাবারগুলি স্বাদে ভরপুর এবং পুষ্টির খনি।
advertisement
7/7
স্যালাড সবসময় তাজা সবজি দিয়ে বানালে তার কার্যকারিতা বেশি হয়। বাসি সবজি স্যালাডে না ব্যবহার করাই ভাল। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weight Loss Tips: ৭দিনে পারফেক্ট ফিগার! স্যালাড বানানোর সময় খেয়াল রাখুন ৫ টিপস! গলে যাবে সব মেদ