Weight Loss Tips: সকালের চায়ে দিন এই দানা! মেশান এই গুঁড়ো! ওজন কমবে ঝড়ের বেগে! ফল পেয়েছেন পুষ্টিবিদ নিজেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Weight Loss Tips: পুষ্টিবিদ বলেছেন এক বিশেষ চায়ের কথা। তাঁর মতে ওই স্পেশাল চা খেলে দ্রুত ওজন কমবে। তিনি শিখিয়েছেন কী করে বানাবেন ওই চা।
advertisement
1/8

নিজে হাতেনাতে ফল পেয়েছেন ওজন কমানোর ক্ষেত্রে। তার পরই সকলকে সেই টিপস জানিয়েছেন পুষ্টিবিদ খ্যাতি রূপানি।
advertisement
2/8
পুষ্টিবিদ বলেছেন এক বিশেষ চায়ের কথা। তাঁর মতে ওই স্পেশাল চা খেলে দ্রুত ওজন কমবে। তিনি শিখিয়েছেন কী করে বানাবেন ওই চা।
advertisement
3/8
২ চামচ গোটা বা গুঁড়ো ফ্ল্যাক্সসিড মেশান গরম জলে। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এর পর ছেঁকে নিয়ে লেবুর রস ও দারচিনির গুঁড়ো মিশিয়ে পান করুন।
advertisement
4/8
রূপানির মতে তিনি সকালে খালি পেটে এই পানীয় পান করে উপকার পেয়েছেন তিনি। দ্রুত ওজন কমাতে সাহায্য করেছে তাঁকে।
advertisement
5/8
গরমেও এই পানীয় পান করা যাবে। উচ্চ রক্তচাপেও কোনও সমস্যা হবে না বলে মত তাঁর।
advertisement
6/8
ফ্ল্যাক্সসিডে প্রচুর পরিমাণে ফাইবার আছে। দীর্ঘ ক্ষণ পেট ভর্তি থাকে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে। এছাড়াও এই দানায় আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। হৃদরোগের সার্বিক সুস্বাস্থ্য ও কোলেস্টেরল কমাতে সাহায্য করবে এই দানা।
advertisement
7/8
দারচিনিও ওজন কমাতে খুবই কার্যকর। ব্লাড সুগার কমাতেও কার্যকর এই মশলা। দারচিনির অ্যান্টিঅক্সিড্যান্ট ইনফ্লেম্যাশন কমায়। ক্রনিক অসুখের আশঙ্কায় রাশ টানে।
advertisement
8/8
লেবুতে প্রচুর পরিমাণে আছে ভিটামিন সি। উজ্জ্বল ত্বক এবং রোগ প্রতিরোধ শক্তি অটুট করতে লেবু খুবই উপকারী। ক্যালরি বা শর্করার পরিমাণ না বাড়িয়েই স্বাদ বৃদ্ধি করে লেবুর রস।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weight Loss Tips: সকালের চায়ে দিন এই দানা! মেশান এই গুঁড়ো! ওজন কমবে ঝড়ের বেগে! ফল পেয়েছেন পুষ্টিবিদ নিজেই