TRENDING:

Weight Loss Tips: ১মাসে কমবে ৫কেজি! গলে যাবে জেদি মেদ! প্রতিদিন খান এই 'স‍্যালাড', তফাৎ হাতেনেতে  

Last Updated:
Weight Loss Tips: ডক্টর মিলটন বিশ্বাস বলেন, ‘খুবই দ্রুত ওজন কমানোর জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের ভাল গ্রিন স্যালাড (green salad) রয়েছে। আজ তারই মধ্যে থেকে এক ধরনের সবথেকে ভাল গ্রিন স্যালাড এর রেসিপির বিষয়ে জানানো হবে।’
advertisement
1/8
১মাসে কমবে ৫কেজি! গলে যাবে জেদি মেদ! প্রতিদিন খান এই 'স‍্যালাড', তফাৎ হাতেনেতে
বর্তমানে, একটি সাধারণ সমস্যা হল মোটা হয়ে যাওয়া। চেহারা ভারি হয়ে যাওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। তবে রোগা হওয়ার জন্য অনেকেই বিভিন্ন রকম চেষ্টা করে থাকেন।
advertisement
2/8
কিন্তু শত চেষ্টা করেও ওজন কমছে না ? তবে এবার আর চিন্তার কোনও কারণ নেই। মাত্র একটি গ্রিন স্যালাড দৈনিক খেতে পারলেই দ্রুত কমবে ওজন।
advertisement
3/8
কীভাবে তৈরি করতে হবে এই গ্রিন স্যালাড? এই প্রসঙ্গে ডক্টর মিলটন বিশ্বাস বলেন, ‘খুবই দ্রুত ওজন কমানোর জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের ভাল গ্রিন স্যালাড রয়েছে। আজ তারই মধ্যে থেকে এক ধরনের সবথেকে ভাল গ্রিন স্যালাড এর রেসিপির বিষয়ে জানানো হবে।’
advertisement
4/8
তিনি আরও বলেন, ‘এই গ্রিন স্যালাডটি তৈরি করার জন্য প্রয়োজন পড়বে এক কাপ টক দই এবং এক টেবিল চামচ চিয়া সিড। এরপর টক দইয়ের সঙ্গে চিয়া সিড ভালোভাবে মিশিয়ে নিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে। যাতে চিয়া সিড ভালোভাবে জলটাকে শোষণ করে নিতে পারে।’
advertisement
5/8
এর পর কেটে নিতে হবে শশা , ধনেপাতা, গাজর। এবং প্রয়োজন হলে কাঁচা পেঁয়াজ , টমেটো নেওয়া যেতে পারে। কেটে নেওয়া সবজি বা ফল মিশিয়ে নিতে হবে টক দইয়ের সঙ্গে।
advertisement
6/8
তাহলেই তৈরি হয়ে যাবে সবথেকে ভাল গ্রিন স্যালাড। তবে, সবসময় মনে রাখতে হবে ওজন কমানোর ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়েট করা।
advertisement
7/8
ডায়েটের পাশাপাশি এই গ্রিন সালাড যদি প্রত্যেকদিন দুপুরবেলা খাবার পরে খাওয়া যায়তাহলে মাত্র এক মাসের মধ্যে তিন থেকে চার কেজি ওজন কমতে পারে।
advertisement
8/8
এছাড়াও এই গ্রিন স্যালাডের কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। এছাড়াও শারীরিক এবং মানসিকভাবে অনেক সুস্থতা অনুভব করা যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weight Loss Tips: ১মাসে কমবে ৫কেজি! গলে যাবে জেদি মেদ! প্রতিদিন খান এই 'স‍্যালাড', তফাৎ হাতেনেতে  
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল