TRENDING:

Weekend Trip: ১৫ অগাস্টের লং উইকেন্ডের জন্য 'এটি' হতেই পারে সেরা ডেস্টিনেশন, কোথায় যাবেন, থাকবেন? কী কী দেখবেন? রইল বিস্তারিত

Last Updated:
Weekend Trip: মেদিনীপুর বিখ্যাত বহু মনীষীদের জন্য। মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্ম বিদ্যাসাগরের। সেখানেই রয়েছে বিদ্যাসাগরের স্মৃতিধন্য এই স্মৃতি মন্দির। থাকতে পারবেন ঘাটাল শহরের একাধিক বেসরকারি লজে।
advertisement
1/8
১৫ অগাস্টের লং উইকেন্ডের জন্য 'এটি'ই সেরা ডেস্টিনেশন, কোথায় যাবেন, থাকবেন? কী কী দেখবেন?
*মেদিনীপুর বিখ্যাত বহু মনীষীদের জন্য। মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্ম বিদ্যাসাগরের। সেখানেই রয়েছে বিদ্যাসাগরের স্মৃতিধন্য এই স্মৃতি মন্দির। থাকতে পারবেন ঘাটাল শহরের একাধিক বেসরকারি লজে। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/zAjK4Zasc1VKUfBN8। তথ্য ও ছবি: রঞ্জন চন্দ।
advertisement
2/8
*ঘাটালের এক অন্যতম আকর্ষণ ভাসাপুল। ব্রিটিশ সময়কালে বাণিজ্যের সুবিধার জন্য নদীর উপর নৌকো তার উপর পাটাতন বিছিয়ে নির্মাণ করা হয় এই পুল, যা পর্যটকদের কাছে ইতিহাস এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু। তথ্য ও ছবি: রঞ্জন চন্দ।
advertisement
3/8
*পশ্চিম মেদিনীপুরের এক প্রান্তে গড়বেতা। এই গড়বেতা মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে শিলাবতী নদী। শিলাবতী নদীর ক্ষয়ের কারণে তৈরি হয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি, যা ঘুরে দেখার অন্যতম জায়গা। প্রশাসনিক উদ্যোগে কাছেই রয়েছে কটেজ, রয়েছে একাধিক বেসরকারি লজ। ন্যূনতম খরচে থাকতে পারবেন। তথ্য ও ছবি: রঞ্জন চন্দ।
advertisement
4/8
*মেদিনীপুরের চন্দ্রকোনা রোড সংলগ্ন এলাকায় রয়েছে প্রয়াগ ফিল্ম সিটি। যেখানে বহু সিনেমা, ওয়েব সিরিজ তৈরি হয়েছে। সাজানো গোছানো এই ফিল্মসিটি ঘুরে দেখলে অবাক হবেন।
advertisement
5/8
*মেদিনীপুর শহর থেকে অনতি দূরে ভাদুতলা সংলগ্ন এলাকায় রয়েছে কর্ণগড় মহামায়া মন্দির, যার সঙ্গে জুড়ে রয়েছে এককালের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস।
advertisement
6/8
*মেদিনীপুর শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে পাথরা এলাকায় রয়েছে একাধিক মন্দির, যা বিভিন্ন শৈলীতে নির্মিত। এখন পূজার্চনা না হলেও ইতিহাসের এক নিদর্শন এই জায়গা। উইকেন্ডে ঘুরে দেখতে পারেন। থাকার জন্য ব্যবস্থা রয়েছে মেদিনীপুর শহরের একাধিক বেসরকারি লজে।
advertisement
7/8
*মেদিনীপুর শহরের উপকণ্ঠে রয়েছে অ্যানিকেট ড্যাম। কংসাবতীর অসাধারণ প্রবাহ এবং ঝর্ণার মত ঝরে পড়া জল মায়াবী পরিবেশ তৈরি করে। থাকতে পারবেন মেদিনীপুর শহরে।
advertisement
8/8
*কংসাবতী নদীর পাড়ে প্রশাসনিক উদ্যোগে সেলফি জোন এবং কিছুক্ষণ সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে গান্ধিঘাট। যেখানে রয়েছে 'লাইট অ্যান্ড সাউন্ড'-এর ব্যবস্থা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: ১৫ অগাস্টের লং উইকেন্ডের জন্য 'এটি' হতেই পারে সেরা ডেস্টিনেশন, কোথায় যাবেন, থাকবেন? কী কী দেখবেন? রইল বিস্তারিত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল