TRENDING:

Weekend Trip: অরিজিৎ সিং কাটিয়েছেন দু'দিন, সপ্তাহান্তে নিরিবিলিতে সময় কাটানোর জন্য সেরা 'এই' রিসর্ট, সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন, রইল ঠিকানা

Last Updated:
Weekend Trip: নির্জন পরিবেশে প্রকৃতির কোলে সময় কাটানোর দারুণ ঠিকানা। বর্ষার মরশুমে যদি নির্জনে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর ইচ্ছে হয়, তাহলে পূর্ব বর্ধমান জেলার বেলুন গ্রামের এই হোমস্টে হতে পারে আদর্শ গন্তব্য।
advertisement
1/7
অরিজিৎ সিং কাটিয়েছেন দু'দিন, সপ্তাহান্তে নিরিবিলিতে সময় কাটানোর জন্য সেরা 'এই' রিসর্ট
*নির্জন পরিবেশে প্রকৃতির কোলে সময় কাটানোর দারুণ ঠিকানা। বর্ষার মরশুমে যদি নির্জনে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর ইচ্ছে হয়, তাহলে পূর্ব বর্ধমান জেলার বেলুন গ্রামের এই হোমস্টে হতে পারে আদর্শ গন্তব্য।
advertisement
2/7
*কাটোয়া শহর থেকে খুব কাছেই অবস্থিত এই প্রত্যন্ত গ্রামে রয়েছে মনোমুগ্ধকর 'বেলুন ইকো হোমস্টে', যা স্থানীয়দের কাছে পরিচিত ‘বেলুন জলবাড়ি’ নামে। প্রতিবেদনঃ বনোয়ারীলাল চৌধুরী।
advertisement
3/7
*জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-ও এক সময় নিরিবিলিতে সময় কাটাতে এসেছিলেন এই হোমস্টেতে। এখানে রয়েছে মোট চারটি এসি রুম, যেখানে প্রতিটি ঘরে চারজন করে থাকতে পারেন। প্রতিদিন প্রতিজনের থাকা-খাওয়ার খরচ মাত্র ২৫০০ টাকা। প্রতিটি রুম সুন্দরভাবে সাজানো ও পরিচ্ছন্ন। এখানকার পরিবেশ একেবারে শান্ত, নির্জন ও যা যে কোনও পর্যটকের মন জয় করে নিতে বাধ্য।
advertisement
4/7
*ম্যানেজার অজয় ঘোষ বলেন, "হ্যাঁ এটা সত্যি যে অরিজিৎ সিং এসেছিলেন এখানে এবং দু'দিন ছিলেন। এছাড়াও আরও অনেক সেলেব্রিটি এসেছেন। পর্যটকরা এখানে এলে সত্যিই ভাল লাগবে। কারণ এখানে বিরক্ত করার মত কেউ নেই। নির্জনে খুব ভাল ভাবে সময় কাটাতে পারবেন।"
advertisement
5/7
*এখানকার বিশেষ আকর্ষণ মাছ দ্বারা স্পা করানোর ব্যবস্থা। জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকলেই ছোট ছোট মাছেরা তুলে নেয় মৃত চামড়া। এছাড়াও শিবায় নদীতে বোটিং করার সুবিধাও রয়েছে। এখান থেকে মাত্র ১০ কিমি দূরে এমন একটি স্থান রয়েছে, যেখানে নৌকায় করে গিয়ে দেখা যায় বিরল প্রজাতির গাঙ্গেয় শুশুক-সহ আরও বিভিন্ন পশু পাখি দেখা যায়। এছাড়া রাতেও নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে।
advertisement
6/7
*বোটানি ও জুওলজি বিষয়ে গবেষণা করছেন এমন অনেকে রিসার্চের জন্য এখানে আসেন। পাশাপাশি নানা প্রজাতির পাখি এই অঞ্চলের জীববৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে।
advertisement
7/7
*প্রকৃতি ও নির্জনতাকে ভালোবাসেন যাঁরা, তাঁদের কাছে ‘বেলুন জলবাড়ি’ হতে পারে এক অপূর্ব অভিজ্ঞতা। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন 9800394957-- এই নম্বরে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: অরিজিৎ সিং কাটিয়েছেন দু'দিন, সপ্তাহান্তে নিরিবিলিতে সময় কাটানোর জন্য সেরা 'এই' রিসর্ট, সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন, রইল ঠিকানা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল