Weekend Trip: বৃষ্টি উপভোগ করতে চান? আপনার অপেক্ষায় জল-জঙ্গল-পাহাড় ঘেরা মুকুটমণিপুর! ১৫ অগাস্টের ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: মঙ্গলবার সকাল থেকে বেড়েছে জল ছাড়ার পরিমাণ। ১৫ হাজার কিউসেক হারে ইতিমধ্যেই জল ছাড়া শুরু করেছিল মুকুটমনিপুর জলাধার।
advertisement
1/6

মুকুটমণিপুর যাওয়ার শ্রেষ্ঠ সময় হল এটি! কারণ জলাধার থেকে দেখা যাচ্ছে অপরূপ সুন্দর এক দৃশ্য। এই দৃশ্য আপনাকে, স্তম্ভিত করে দেবে। গত ৪৮ ঘন্টায় বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির জের। মুকুটমনিপুর জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করল সেচ দফতর।
advertisement
2/6
মঙ্গলবার সকাল থেকে বেড়েছে জল ছাড়ার পরিমাণ। ১৫ হাজার কিউসেক হারে ইতিমধ্যেই জল ছাড়া শুরু করেছিল মুকুটমনিপুর জলাধার। আশঙ্কা করা যাচ্ছে সেই জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলে।
advertisement
3/6
ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মতই গত ৪৮ ঘন্টায় বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হয়। বাঁকুড়া জেলাতে গত ৪৮ ঘন্টাতেই বৃষ্টি হয় প্রায় ১০০ মিলিমিটার এর কাছাকাছি। পুরুলিয়াতেই ভারী বৃষ্টি হয়। এর জেরে কংসাবতী ও কুমারী নদী দিয়ে মুকুটমনিপুর জলাধারে বিপুল পরিমাণ জল আসতে শুরু করে।
advertisement
4/6
এদিকে পুর্বাভাস পেতেই মুকুটমনিপুর জলাধার থেকে এক সপ্তাহ আগে থেকে জল ছাড়া শুরু করে সেচ দফতর। ওই জলাধার থেকে প্রাথমিকভাবে ছয় হাজার কিউসেক হারে শুরু হয় জল ছাড়া। তারপরে সেটা বেড়ে করা হয় ১৫০০০ কিউসেক।
advertisement
5/6
কিন্তু গত ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির জেরে ওই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়লেও বাড়তে পারে বলে জানা গেছে। জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করার আগে কংসাবতী নদীর নিম্ন অববাহিকায় থাকা বাঁকুড়ার রাইপুর, সারেঙ্গা সহ একাধিক ব্লক ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে সতর্ক করেছে সেচ দফতর।
advertisement
6/6
দফায় দফায় জল ছাড়া হচ্ছে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে। জল ছাড়া দৃশ্য দেখতে গুটিকয়েক পর্যটক হাজির হয়েছেন। বৃষ্টি হচ্ছে অনবরত। আর সেই বৃষ্টির জেরে জল ছাড়তে বাধ্য হচ্ছে জলধার কর্তৃপক্ষ। (তথ্য-নীলাঞ্জন ব্যানার্জী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: বৃষ্টি উপভোগ করতে চান? আপনার অপেক্ষায় জল-জঙ্গল-পাহাড় ঘেরা মুকুটমণিপুর! ১৫ অগাস্টের ছোট্ট ছুটিতে ঘুরে আসুন