Weekend Trip: পাখির কলতান, সঙ্গে নৌকাবিহার! সপ্তাহান্তের ছুটি কাটানোর ঠিকানা হোক 'চুপি পাখিরালয়'!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Weekend Trip: একদিনের ছুটি যদি হাতে থাকে, আর মন চায় প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে, তাহলে ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে।
advertisement
1/6

একদিনের ছুটি যদি হাতে থাকে, আর মন চায় প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে, তাহলে ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে। দূরদূরান্ত থেকে অনেকেই এখানে আসেন, বিশেষ করে ফটোগ্রাফাররা। ক্যামেরায় বন্দি করতে চান এক অন্য রকম দৃশ্য,যা একমাত্র এখানেই মিলবে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/6
পূর্বস্থলীর পরিচিতি মূলত চুপি পাখিরালয় ঘিরেই। নাম শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে পাখিদের স্বর্গরাজ্য। প্রতিদিন বহু মানুষ এখানে ভিড় জমান প্রকৃতির অদ্ভুত খেলা দেখতে। শীতকালে অবশ্য ভিড় হয় সবচেয়ে বেশি, কারণ তখন হাজার হাজার পরিযায়ী পাখির আনাগোনা থাকে এই এলাকায়।
advertisement
3/6
পাখিদের ডানা মেলে উড়তে দেখা, জলকেলি কিংবা গাছে বসে ডেকে ওঠা, সবই এক অনন্য অভিজ্ঞতা। শুধু শীতকালেই নয়, বছরের অন্যান্য সময়েও চুপি পাখিরালয়ে দেখা মেলে নানান প্রজাতির পাখির। আর এই কারণেই প্রায় সারা বছরই এখানে ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমীদের আনাগোনা লেগে থাকে।
advertisement
4/6
বিশেষত শীতকালে যখন সাইবেরিয়া, লাদাখ কিংবা উত্তর ভারতের ঠান্ডা অঞ্চল থেকে পাখিরা এখানে এসে আশ্রয় নেয়, তখন গোটা চুপি যেন প্রাণ ফিরে পায়। পর্যটকরা নৌকায় চড়ে ঘুরে বেড়ান জলাভূমির বুক জুড়ে, আর ফটোগ্রাফাররা ঘণ্টার পর ঘণ্টা ক্যামেরা তাক করে বসে থাকেন সেই অপূর্ব মুহূর্তটুকু বন্দি করার জন্য।
advertisement
5/6
শুধু জলাভূমিই নয়, পূর্বস্থলীর আশপাশের আমবাগানগুলোও পাখিদের প্রিয় আশ্রয়স্থল। অনেক পাখি সেখানেও বাসা বাঁধে। পাখির ডাক, সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ,সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি তৈরি করে। শহরের কোলাহল থেকে বেরিয়ে এখানে আসলে সত্যিই মনে হবে যেন অন্য এক জগতে চলে এসেছেন।
advertisement
6/6
তাহলে আর দেরি কেন? হাতে যদি সময় থাকে, একদিনের জন্য হলেও ঘুরে আসুন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী। প্রকৃতির সান্নিধ্য, পাখিদের কলকাকলি আর মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে এনে দেবে অন্যরকম এক শান্তি। হয়তো ফিরে এসে আপনার মনও বলবে চুপি সত্যিই এক দারুন জায়গা। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: পাখির কলতান, সঙ্গে নৌকাবিহার! সপ্তাহান্তের ছুটি কাটানোর ঠিকানা হোক 'চুপি পাখিরালয়'!