Weekend Trip: শহরের কোলাহল ছেড়ে গ্রাম্য পরিবেশ, ছবির মতো সুন্দর গ্রাম, গরমে ঘুরতে যাওয়ার 'সেরা' জায়গা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Weekend Trip: রঙতুলির আঁচড়ে সাজানো এক ছবির দুনিয়ায় প্রবেশ করেছেন। এমন মনোরম দৃশ্য সত্যিই বাংলার অন্য কোথাও খুব একটা দেখা যায় না।
advertisement
1/5

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকে অবস্থিত লবণধার গ্রাম সকলের কাছেই পরিচিত ‘আলপনা গ্রাম’ নামে। গ্রামে ঢুকলেই চোখে পড়বে প্রতিটি বাড়ির দেওয়ালে আঁকা অসাধারণ আলপনা। মনে হবে যেন রঙতুলির আঁচড়ে সাজানো এক ছবির দুনিয়ায় প্রবেশ করেছেন। এমন মনোরম দৃশ্য সত্যিই বাংলার অন্য কোথাও খুব একটা দেখা যায় না। (তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
শহরের কোলাহল থেকে দূরে লবণধার গ্রামে মিলবে নির্জন, শান্ত, প্রাকৃতিক পরিবেশ। গ্রামের চারপাশে রয়েছে শাল আর পিয়ালের জঙ্গল, যা মন ভরিয়ে দেবে পর্যটকদের। গ্রামে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই যেন শিল্পকলার ছোঁয়া আর প্রকৃতির আবেশে ভরে ওঠে মন।
advertisement
3/5
শুধু লবণধার গ্রাম নয়, এখানে এলে আশেপাশের বেশ কিছু জায়গাও ঘুরে দেখা যায়। কাছেই রয়েছে ঐতিহ্যবাহী কালিকাপুর রাজবাড়ি, আউশগ্রাম জঙ্গল এবং জনপ্রিয় ভালকি মাচান। ভাগ্য ভাল থাকলে জঙ্গলের ভেতর ময়ূর দেখার সৌভাগ্যও মিলতে পারে। ফলে একটি ভ্রমণই আপনাকে এনে দেবে নানান অভিজ্ঞতা।
advertisement
4/5
বর্তমানে দূরদূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন এই আলপনা গ্রাম ঘুরে দেখতে। ভ্রমণকারীদের জন্য রয়েছে হোমস্টের ব্যবস্থা, যেখানে থাকা থেকে শুরু করে খাওয়ার সবকিছুই পাওয়া যায়। অন্নপূর্ণা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা পর্যটকদের পুরো গ্রাম ঘুরিয়ে দেখান। ফলে একদিনের ভ্রমণ অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়।
advertisement
5/5
লবণধার গ্রামে পৌঁছনো একেবারেই সহজ। বর্ধমান-দুর্গাপুর লাইনের মানকর স্টেশনে নেমে সহজেই পৌঁছে যাওয়া যায় গ্রামে। পুজোর ছুটিতে পরিবারের সঙ্গে বা বন্ধুদের নিয়ে ঘুরে আসার জন্য লবণধার আদর্শ জায়গা। থাকার জন্য যোগাযোগ করতে পারেন 8436187394 নম্বরে। (তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: শহরের কোলাহল ছেড়ে গ্রাম্য পরিবেশ, ছবির মতো সুন্দর গ্রাম, গরমে ঘুরতে যাওয়ার 'সেরা' জায়গা