Weekend Trip: শুশুনিয়া বা বিষ্ণুপুর নয়, এবার বর্ষায় ঘুরে আসুন বাঁকুড়ার এই অফবিট জায়গা, ফির আসতে ইচ্ছে করবে না!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Weekend Trip: বর্ষায় কলকাতার কাছেই তাকলাগানো এই অফবিট স্পট থেকে ঘুরে আসতে পারেন। দু'একদিনের ছুটিতে বেড়ানোর জন্য এই জায়গা একেবারে সুপারহিট!
advertisement
1/6

জানেন বাঁকুড়ার কোথায় রয়েছে এমন সিঁড়ি? জানলে অবাক হবেন। এমন সুন্দর সিঁড়ি দেখে মনে হবে যেন ব্যবহার করা হয়েছিল "মহাপ্রস্থানের পথে", অদ্ভুত সুন্দর। একের পর এক সাজান। বাঁকুড়া শহরের খুব কাছে। মোটরসাইকেল কিংবা বাসে কুড়ি মিনিট
advertisement
2/6
বাঁকুড়া জেলার গঙ্গজলঘাটি থানার অন্তর্গত কাপিস্টা গ্রামে অবস্থিত এই তপোবন পাহাড় যার জনপ্রিয় নাম কোরো পাহাড়। যে পাহাড়ের গলায় স্বর্ণহারের মত অবস্থান করেছে এই উত্তম আশ্রম। গাছ গাছালিতে ভরা পাখির কলতনে মুখরিত এক অদ্ভুত জায়গা যেখানে গেলে হারিয়ে যেতে পারেন আপনি।
advertisement
3/6
রয়েছে অপরূপ সুন্দর মন্দিরে আলিঙ্গন। মন্দির দেখে আপনি চোখ সরাতে পারবেন না। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই মা পার্বতীর আরেকটি মন্দির।
advertisement
4/6
বাঁকুড়া থেকে অমরকানন যাওয়ার পথে একটা ছোট্ট সেতু পার করে এক কিলোমিটারের মত এলেই চোখে পড়বে এক মস্ত হোডিং। আর তাতে লেখা রয়েছে মহিমানন্দ তপোবন আশ্রম। ফলকের পাশের রাস্তাটি অনুসরণ করে চলে এলেই পৌঁছে যাবেন তপবন শাখা উত্তম আশ্রম। বাঁকুড়া জেলার গঙ্গজলঘাটি থানার অন্তর্গত কাপিস্টা গ্রামে অবস্থিত এই তপোবন পাহাড় যার জনপ্রিয় নাম কোরো পাহাড়।
advertisement
5/6
গুটিকয়েক লোকজন। আপনার উইকেন্ডের পারফেক্ট প্লেস।নেতাজী থেকে শুরু করে গোবিন্দ প্রসাদ এবং গান্ধিজির স্মৃতি বিজড়িত এই অঞ্চল। সবকিছুর মধ্যে যেন এই তপোবন পাহাড় লুকিয়ে রেখেছে নিজের শরীর। চোখের অগোচর করলেই হারিয়ে ফেলবেন এই উইকএন্ড ডেস্টিনেশন। মিষ্টি রোদে পাহাড়ে বসে আড্ডা দিতে দিতেই কাটিয়ে ফেলতে পারেন এক বেলা।
advertisement
6/6
ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় জানান "বাঁকুড়ার গঙ্গাজলঘাটির মাটি অত্যন্ত পবিত্র। পা রেখেছেন নেতাজি, মহাত্মা গান্ধি। গোবিন্দপ্রসাদ সিংহের মুখ্য কার্যালয় ছিল বাঁকুড়া।"
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: শুশুনিয়া বা বিষ্ণুপুর নয়, এবার বর্ষায় ঘুরে আসুন বাঁকুড়ার এই অফবিট জায়গা, ফির আসতে ইচ্ছে করবে না!