Weekend Trip: কলকাতার একেবারে কাছেই 'মিনি ডাল লেক', কাশ্মীরের ছোঁয়া পেতে চলে আসুন, ১০০ টাকারও কম খরচ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Weekend Trip: পুজোর আগেই মন উরু উরু! জেলার এখানেই করতে পারবেন সবুজের মাঝে ঝলমলে নীল আকাশ, পাখিদের কোলাহল আর শাপলা ফুলের ভিড়ে নৌকাবিহার
advertisement
1/6

পুজো আসছে ফলে মন উরু উরু, সবুজের মাঝে ঝলমলে নীল আকাশ, পাখিদের কোলাহল আর শাপলা ফুলের ভিড়ে নৌকাবিহার করতে চান!
advertisement
2/6
বর্ষার পর থেকেই যেন অপরূপ সুন্দর হয়ে ওঠে উত্তর ২৪ পরগনা জেলার কয়েক বছরে হয়ে ওঠা নতুন ডেস্টিনেশন বর্তির বিল
advertisement
3/6
শাপলার অপূর্ব দৃশ্যে গ্রামের মানুষগুলি রোজগারের পথ পেয়েছেন ঘুরতে ভালোবাসা মানুষগুলির হাত ধরে
advertisement
4/6
একদিকে বারাসাত অন্যদিকে বারাকপুর, নীলগঞ্জ রোড ধরে বারবেড়িয়া গ্রাম। যেখানে রয়েছে এই অপূর্ব সুন্দর বর্তির বিল
advertisement
5/6
সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ভাইরাল এই বিল। মাত্র ১০০ টাকায় করতে পারেন নৌকা বিহার
advertisement
6/6
ডিঙি নৌকায় চড়ে সময় কাটান প্রকৃতির কোলে, মন চাইলে নিজে হতে তুলে নিতে পারেন শাপলা ফুলও
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: কলকাতার একেবারে কাছেই 'মিনি ডাল লেক', কাশ্মীরের ছোঁয়া পেতে চলে আসুন, ১০০ টাকারও কম খরচ