TRENDING:

Weekend Marriage : উইকএন্ড বা সপ্তাহান্তের বিয়ে এখন দারুণ জনপ্রিয়! ঠিক কী ধরনের বিয়ে এটা? জানুন

Last Updated:
Weekend Marriage: আধুনিক জীবনে জনপ্রিয় ও পরিচিত হয়ে উঠেছে উইকএন্ড ম্যারেজ বা সপ্তাহান্তের বিয়ে
advertisement
1/8
উইকএন্ড বা সপ্তাহান্তের বিয়ে এখন দারুণ জনপ্রিয়! ঠিক কী ধরনের বিয়ে এটা? জানুন
সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গিয়েছে বিয়ে ও বিবাহিত জীবনের তথাকথিত সংজ্ঞা। আধুনিক জীবনে জনপ্রিয় ও পরিচিত হয়ে উঠেছে উইকএন্ড ম্যারেজ বা সপ্তাহান্তের বিয়ে। স্বামী ও স্ত্রী আলাদা আলাদা শহরে চাকরি করলে এই টার্ম অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে।
advertisement
2/8
উইকএন্ড ম্যারেজ বা সপ্তাহান্তের বিয়ে মানে শুধু দু’ তিনদিনের বিবাহিত জীবন নয়। অন্যান্য দম্পতির মতো সাধারণ দাম্পত্যই। শুধু স্বামী স্ত্রীর দেখা হয় না প্রতিদিন। সপ্তাহের শেষেই তাঁদের দেখা হয়। একসঙ্গে থাকেন, সংসার করেন। আবার সোমবার থেকে কাজের জীবনে ফিরে যান।
advertisement
3/8
আধুনিক দম্পতিরা কিন্তু এই ব্যবস্থায় একাধিক সুবিধে খুঁজে পেয়েছেন। তাঁরা মনে করছেন এতে দুজনেরই স্পেস বা ব্যক্তিগত পরিসর বজায় থাকে। অনেকটা সময় দেওয়া যায় কেরিয়ারে। শখ, আহ্লাদ, বন্ধুবান্ধব নিয়েও কথায় কথায় প্রশ্ন ওঠে না। অবহেলিত বোধ করেন না সঙ্গীও।
advertisement
4/8
দাম্পত্যে ঝগড়া অনিবার্য। দেখা যত বেশি, যত বেশি কাছাকাছি, তত বেশি মতের অমিল। তার থেকেই আসে ঝগড়া। অতিরিক্ত বিবাদে নষ্ট হয় শান্তি ও বাড়ে তিক্ততা। তার থেকে সপ্তাহান্তে দেখা হলে কমবে ঝগড়া বিবাদও।
advertisement
5/8
সপ্তাহান্তে দেখা হলে বাড়বে আকর্ষণ। একে অন্যের সঙ্গে সময় কাটানো হয়ে ওঠে উপভোগ্য। স্বল্প সময়ের সান্নিধ্যও হয়ে ওঠে রোমাঞ্চকর।
advertisement
6/8
স্বল্প সময়ের জন্য দেখা হয় বলে একে অন্যকে সারপ্রাইজ বা চমক দিতে ভাল লাগে। ইচ্ছে করে তাঁর জীবনে আনন্দের কারণ হয়ে উঠতে।
advertisement
7/8
দাম্পত্যে একেঘেয়েমি থেকে আসে টেকন ফর গ্রান্টেড হয়ে যাওয়া। তাই সপ্তাহান্তে দেখা হলে নৈকট্য বাড়ে। মনে করা হয় এতে দুজনেই একে অন্যের কাছে বরাবর স্পেশাল হয়ে থাকেন।
advertisement
8/8
তবে শুধুই সুবিধে নয়। অনেকেই এই ব্যবস্থায় নেতিবাচক দিকও খুঁজে পান। নবদম্পতির ক্ষেত্রে অসুবিধে না হলেও সন্তানের জন্ম হলে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Marriage : উইকএন্ড বা সপ্তাহান্তের বিয়ে এখন দারুণ জনপ্রিয়! ঠিক কী ধরনের বিয়ে এটা? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল