TRENDING:

Wedding Tips: বিয়ে নাকি? আজ থেকেই 'এইভাবে' নিন চুলের যত্ন! বিশেষ দিনে আপনার থেকে চোখ ফেরায় কার সাধ্যি?

Last Updated:
Wedding Tips: প্রস্তুতি শুরু করতে হয় আরও আগে থেকে। না-হলে বিয়ের দিন সব যেন তালগোল পাকিয়ে যেতে পারে। বিশেষ করে চুলের যত্ন।
advertisement
1/7
বিয়ে নাকি? আজ থেকে নিন চুলের যত্ন! বিশেষ দিনে আপনার থেকে চোখ ফেরায় কার সাধ্যি?
শীত কাল মানেই তো বিয়ের মরশুম। সাজগোজ। জমকালো পোশাক। চুল থেকে ত্বক - সব কিছুই হতে হবে নিখুঁত। মেক-আপ হতে হবে নজরকাড়া। বিশেষ এই দিনে কনেদের করণীয়র তালিকাটাও অনেকটাই লম্বা। কিন্তু প্রস্তুতি শুরু করতে হয় আরও আগে থেকে। না-হলে বিয়ের দিন সব যেন তালগোল পাকিয়ে যেতে পারে। বিশেষ করে চুলের যত্ন। আগে থেকে শুরু না-করলেই নয়।
advertisement
2/7
চুলের ক্ষতি প্রতিরোধ: ভেজা চুল মানেই দুর্বল চুল: ভেজা চুল ৪৩ শতাংশ পর্যন্ত দুর্বল হয়ে যায়। স্ট্র্যান্ড ভেঙে যায়। চুলের বন্ড ক্ষতিগ্রস্ত হয়। মাথায় রাখতে হবে যে, এগুলোই চুলকে ঠিক রাখে। তাই ভেজা চুল আঁচড়ানো বা খোঁপা করা কখনওই উচিত নয়। স্নান করে বেরোনোর পরে সবার আগে চুল শুকিয়ে নিতে হবে। তাতে সময় লাগে লাগুক। এটাই চুলকে ভাল রাখবে।
advertisement
3/7
যান্ত্রিক ক্ষতি: চুলের সবচেয়ে বেশি ক্ষতি হয় যান্ত্রিক কারণে। হেয়ার ড্রায়ার ব্যবহার, তোয়ালে দিয়ে শুকনো বা ঘন ঘন চুলে আঙুল চালানোর জন্য এমনটা হতে পারে। এই ধরনের ক্রিয়াকলাপ যাতে কমানো যায়, সে দিকে খেয়াল রাখতে হবে।
advertisement
4/7
অতিরিক্ত তাপ ক্ষতিকর: স্টাইলিং করার সময় সঠিক তাপমাত্রা নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত তাপের ক্ষতির হাত থেকে বাঁচতে আজকাল বেশির ভাগ হেয়ার ড্রায়ারেই তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে।
advertisement
5/7
চুল শুকোনো: সঠিক হেয়ার ব্রাশ: স্টাইলিং করার ক্ষেত্রে সঠিক ব্রাশ বেছে নিতে হবে। প্যাডেল ব্রাশ সবচেয়ে ভালো। বিশেষ করে লম্বা চুলের জন্য। চওড়া দাঁতের চিরুনিও ভিজে কিংবা শুষ্ক চুলে ব্যবহার করা যেতে পারে। এটা ভিজে চুলে সবচেয়ে ভালো কাজ করে। কোঁকড়া চুলের জন্যও উপযুক্ত। আর চুল কম হলে বেছে নিতে হবে রাউন্ড ব্রাশ। এটা চুলের গোড়া মজবুত করবে।
advertisement
6/7
স্টাইলিং টিপস: ভলিউম প্রেমীদের জন্য: চুলে ভলিউমাইজড ফিনিশিং আনতে বিশেষ করে যাঁদের গোড়ায় চ্যাপ্টা চুল তাঁদের নিচ থেকে উপরের দিকে ব্লো ড্রাই করার পরামর্শ দেওয়া হয়। হেয়ারড্রায়ার বাম দিক থেকে ডান দিকেও ব্যবহার করা যায়।
advertisement
7/7
আগোছালো স্পর্শ: স্টাইলিং শেষে চুলের কার্লগুলোতে আঙুল চালানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটা দারুণ কাজ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Wedding Tips: বিয়ে নাকি? আজ থেকেই 'এইভাবে' নিন চুলের যত্ন! বিশেষ দিনে আপনার থেকে চোখ ফেরায় কার সাধ্যি?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল