TRENDING:

Wedding Skin Care: বিয়ের মরশুমে কাঁচের মতো নিঁখুত ত্বক চান? রইল ‘ম্যাজিক ফর্মুলা’, ১ টাকারও কম খরচে পাবেন টানটান ত্বক

Last Updated:
বিযের মরসুমে উজ্জ্বল নিখুঁত ত্বক পেতে চান? জানুন ‘ম্যাজিক পানীয়’এর কথা৷ পার্লারে যাওয়ার খরচা বেঁচে যাবে৷
advertisement
1/7
বিয়ের মরশুমে নিঁখুত ত্বক চান? রইল ‘ম্যাজিক ফর্মুলা’, লাগবে না পার্লারের খরচাও
সামনেই বিয়ের মরশুম৷ কারওর নিজের বিয়ে, তো কারও কাছের মানুষের৷ আর তার জন্য সপ্তাহান্তে নতুন ডেস্টিনেশন হয়ে উঠেছে বিউটি পার্লার৷ কিন্তু সময় আর অর্থ দুইয়েরই খরচ হয় বড্ডো বেশি৷ তা হলে উপায়? ঘরেই বানিয়ে ফেলুন এক ‘ম্যাজিক’ ড্রিঙ্কস৷ কী সেই ‘ম্যাজিক’ আসুন দেখে নিই৷
advertisement
2/7
বিট এবং আমলার রসের কথা হচ্ছে৷ এই পানীয় অনেক সেলিব্রিটিরই সৌন্দর্যের ‘গোপন রহস্য’৷ ডায়েটিশিয়ন সৌম্য আগারওয়াল এই ড্রিঙ্কের উপকারিতা সম্বন্ধে বিশদে বলেছেন৷
advertisement
3/7
আমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে৷ যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে৷ যা বলিরেখাকে দূর করতে সাহায্য করে৷ ব্রন কমাতে, মুখের দাগ দূর করতে সাহায্য করে এই পানীয়৷
advertisement
4/7
বিট ও আমলকির রস পান করলে শরীরের ক্ষতিকারক উপাদানগুলো সহজেই দূর হয়ে যাবে৷ ডিটক্সিফিকেশনের জন্য ত্বক পরিষ্কার হবে, অনেক স্বাস্থ্য
advertisement
5/7
বিট ও আমলার রসপান করলে ত্বক হাইড্রেট থাকে৷ ফলে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি পায়৷
advertisement
6/7
বিট ও আমলা উভয়ই অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ৷ যা ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করেd৷
advertisement
7/7
বিয়ের মরসুমে ত্বকের পরিচর্যা
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Wedding Skin Care: বিয়ের মরশুমে কাঁচের মতো নিঁখুত ত্বক চান? রইল ‘ম্যাজিক ফর্মুলা’, ১ টাকারও কম খরচে পাবেন টানটান ত্বক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল