Heels: উচ্চতা কম? অবসাদে ভুগছেন? এই উপায় পান উপকার
- Published by:Pooja Basu
Last Updated:
Healthy Lifestyle: ছোটখাটো চেহারা নিয়ে লজ্জা নেই, উচ্চতা বাড়াতে রয়েছে সহজ উপায়
advertisement
1/5

*আপনার ওজন আপনার আয়ত্তে থাকলেও, উঁচ্চতা বাড়ানো বা কমানো ক্ষমতা আমাদের হাতে নেই৷ তাই তো নিজেকে কিছুটা লম্বা দেখাতে চাইলে, হিল জুতো ছাড়া গতি নেই৷
advertisement
2/5
*উঁচ্চতায় কম? চিন্তা নেই৷ বিশেষত্ব মহিলাদের জন্য রয়েছে সহজ উপায়৷ উঁচ্চতা বাড়াতে, পরুন হিল৷ হিল তোলা জুতো পরলেই কেল্লাফতে৷ হিল জুতো পরলেই এক ধাক্কায় অনেকটা লম্বা দেখাবে আপনাকে৷ কী ধরণের হিল জুতো পরলে সকলের সামনে মাখা উঁচু করে চলতে পারবেন সহজে! কী ধরনের হিল মানবে আপনাকে? বা কোন হিল জুতোতে সচ্ছ্বন্দ বোধ করবেন আপনি? জেনে নিন৷
advertisement
3/5
*প্রথমেই আসা যাক পিপ টো হিলের কথায়৷ এই হিল পরলে দীর্ঘাঙ্গি দেখাবে আপনাকে৷ দেখতে লাগবে সুন্দর৷
advertisement
4/5
*এ ধরনের জুতোতে হিল নেই৷ তবে পরে বেশ আরাম৷ বেশি হাঁটতে চাইলে, এমন জুতো পরুন৷ সিম্পল ফ্ল্যাট স্যান্ডেলের জুড়ি মেলা ভার৷
advertisement
5/5
*এবার আসা যাক পয়েন্টেড ফ্ল্যাটসের কথায়৷ অনেক মহিলা হিল জুতো পরে পছন্দ করেন না৷ অনেক সময় হিল পরলে শারীরিক সমস্যাও হয়৷ তাই হিল ছাড়া জুতোর মধ্যে পয়েন্টেড ফ্ল্যাট জুতো দেখতে খুব সুন্দর৷ পরলেও পায়ের সৌন্দর্য্য বৃদ্ধি পায়৷