Gardening Tips: কলের জল নাকি RO Water? ঠান্ডা না গরম? এই খোসা ভেজানো জলেই আপনার যে কোনও গাছ ঢাকবে ফলে ফুলে পাতায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gardening Tips: বর্ষাকালেও জল দিতে হবে ইন্ডোর প্ল্যান্টে। গরমকালের তুলনায় কম হলেও জল দেওয়া বন্ধ করলে ক্ষতি হবে গাছের। প্রয়োজনের তুলনায় কম বা বেশি জল দেওয়া যাবে না
advertisement
1/7

গাছের পরিচর্যার অন্যতম অংশ নিয়ম করে জল দেওয়া। বাগান তো বটেই। ঠিকমতো জল না দিলে ভাল থাকবে না ইন্ডোর প্ল্যান্টসও।
advertisement
2/7
বর্ষাকালেও জল দিতে হবে ইন্ডোর প্ল্যান্টে। গরমকালের তুলনায় কম হলেও জল দেওয়া বন্ধ করলে ক্ষতি হবে গাছের। প্রয়োজনের তুলনায় কম বা বেশি জল দেওয়া যাবে না।
advertisement
3/7
বেশি গরম বা ঠান্ডা জল দেবেন না গাছে। সব সময় ঈষদুষ্ণ বা রুম টেম্পারেচারে আছে, এমন জল দেবেন। অতিরিক্ত গরম বা ঠান্ডা জলে ক্ষতি হয় গাছের শিকড়ের।
advertisement
4/7
সাধারণ কলের জলে ক্লোরিন, ফ্লুওরাইড এবং অন্যান্য রাসায়নিক গাছের ক্ষতি করতে পারে। তাই আর ও ওয়াটার বা পরিশোধিত জল দিন গাছের গোড়ায়।
advertisement
5/7
কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন আছে। তাই কলার খোসা ১-২ দিন জলে ভিজিয়ে রেখে সেই জল গাছে দিন।
advertisement
6/7
দু’ সপ্তাহে অন্তত একবার জলের সঙ্গে নিমতেল মিশিয়ে গাছের গোড়ায় ও পাতায় দিন। পোকামাকড়ের উপদ্রব কমবে।
advertisement
7/7
প্রতি ২-৩ দিনে একবার গাছে দিন রাইস ওয়াটার বা চাল ভেজানো জল। এই স্টার্চি ওয়াটারের পটাশিয়াম এবং ফসফরাস গাছকে দ্রুত বাড়তে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening Tips: কলের জল নাকি RO Water? ঠান্ডা না গরম? এই খোসা ভেজানো জলেই আপনার যে কোনও গাছ ঢাকবে ফলে ফুলে পাতায়