৪৫ ডিগ্রিতেও গরম হবে না জলের ট্যাঙ্ক...! এই ছোট্ট 'ট্রিক' করবে কামাল, ফ্রিজের মতো কনকনে ঠান্ডা জল, গ্যারান্টি!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Water Tank: কিছু রাজ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। যেখানে যায়নি সেখানে আর কয়েক মাসের মধ্যেই তেমন পরিস্থিতিতে পড়া বিচিত্র নয়। তাই আগে ভাগেই বুঝে নিতে হবে গরমে ভাল থাকার কিছু প্যাঁচ-পয়জার।
advertisement
1/12

চড়চড় করে বাড়ছে গরম। বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছুঁইছুঁই পারদ। তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে মে মাস পড়তে না পড়তেই। বাংলা ও একাধিক রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। গরম এতই যে ট্যাপের জলে হাত দিলেই হাত পুড়ে যাওয়ার হাল হচ্ছে।
advertisement
2/12
কিছু রাজ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। যেখানে যায়নি সেখানে আর কয়েক মাসের মধ্যেই তেমন পরিস্থিতিতে পড়া বিচিত্র নয়। তাই আগে ভাগেই বুঝে নিতে হবে গরমে ভাল থাকার কিছু প্যাঁচ-পয়জার।
advertisement
3/12
আমরা দেখেছি তীব্র গরমে বেশ সমস্যায় পড়তে হয় ট্যাঙ্কের জল নিয়ে। সকাল সকাল ব্যবহার করলে একরকম, কিন্তু একটু বেলায় ট্যাপ খুললেই প্রায় ছিটকে যেতে হয়। আসলে রোদের তাপে ছাদ যেমন তেতেপুড়ে যায়, তেমনই গরম হয়ে যায় জলের ট্যাঙ্কটি।
advertisement
4/12
আর তাতেই দুপুরে বা বিকেলের দিকে ট্যাঙ্কে রাখা জল ব্যবহার করার উপায় থাকে না প্রায়। এই সময়ে, যখন আমরা হাত বা মুখ ধোয়ার জন্য ট্যাপ খুলি, তখন প্রায় ফুটন্ত জল আমাদের হাতে এসে পড়ে।
advertisement
5/12
এই প্রসঙ্গে দুর্দান্ত কিছু পরামর্শ আর চূড়ান্ত কার্যকরী পথ বাতলে দিলেন খারগোনের এক ট্যাঙ্ক বিক্রেতা হরচরণ সিং মুচ্ছল। তিনি বলেন, যে গরম কালে যে গাঢ় রঙের ট্যাঙ্কগুলি সূর্যের তাপ বেশি শোষণ করে, যার ফলে জল দ্রুত গরম হয়ে যায়।
advertisement
6/12
অতএব, তাঁর পরামর্শ হল, নতুন ট্যাঙ্ক কেনার সময়, হালকা রঙের ট্যাঙ্ক বেছে নিন অথবা বর্তমানে থাকা ট্যাঙ্কটি সাদা বা হালকা রঙে রাঙিয়ে দিন। এটি সূর্যের রশ্মি প্রতিফলিত করতে সাহায্য করে, আবার জলকে দারুণ ঠান্ডা রাখে।
advertisement
7/12
দ্বিগুণ বা তিন স্তরের ট্যাঙ্কগুলি ট্যাঙ্কের গায়ে আরও ভাল কভার দেয়, যা জলের উপর বাইরের তাপমাত্রার প্রভাব দ্রুত কমায় ম্যাজিকের মতো। এই ট্যাঙ্কগুলি দীর্ঘ সময় ধরে জল ঠান্ডা রাখতেও সহায়ক।
advertisement
8/12
একটা দুর্দান্ত উপায় হল, ট্যাঙ্কের উপর একটি পাটের ব্যাগ বা ভেজা বস্তা বিছিয়ে রাখুন। এটি প্রাকৃতিক অন্তরক হিসেবে কাজ করে। মাঝে মাঝে এটি ভেজালে বাষ্পীভবন হবে, যা ট্যাঙ্কটিকে ঠান্ডা রাখবে এবং জল খুব বেশি গরম হবে না।
advertisement
9/12
আছে আরও একটা উপায়। ট্যাঙ্কের চারপাশে থার্মোকল বা রুপালি তাপ নিরোধক শিট মুড়িয়ে রাখলে, বাইরের তাপ ট্যাঙ্কে পৌঁছয় না, ফলে জল খুব ঠান্ডা থাকে। থার্মোকল একটি ভাল তাপ অন্তরক যা তাপ শোষণ করে না।
advertisement
10/12
সরাসরি সূর্যালোক থেকে ট্যাঙ্কটিকে রক্ষা করার জন্য, এর উপরে একটি টিনের ছায়া বা জলরোধী শেড রাখতে পারেন। এর ফলে, সূর্যের রশ্মি সরাসরি ট্যাঙ্কে পড়বে না, যার ফলে জলের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে।
advertisement
11/12
ট্যাঙ্কটি এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো খুব কম পড়ে। সম্ভব হলে, ট্যাঙ্কটি ছায়াযুক্ত স্থানে ইনস্টল করুন অথবা প্রাকৃতিক ছায়া প্রদানের জন্য এর চারপাশে গাছপালা লাগান।
advertisement
12/12
ট্যাঙ্কের চারপাশে ইটের প্রাচীর গেঁথে দিলে এটি সরাসরি গরম বাতাস এবং সূর্যালোকের সংস্পর্শে আসবে না। এই পদ্ধতিটি বিশেষ করে সেইসব এলাকায় কার্যকর যেখানে তাপমাত্রা খুব বেশি এবং জল দ্রুত উত্তপ্ত হয়ে যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
৪৫ ডিগ্রিতেও গরম হবে না জলের ট্যাঙ্ক...! এই ছোট্ট 'ট্রিক' করবে কামাল, ফ্রিজের মতো কনকনে ঠান্ডা জল, গ্যারান্টি!