বানভাসি কলকাতায় একাধিক মৃত্যু, পা রাখামাত্র বিদ্যুৎস্পৃষ্ট! জমা জলে লুকনো মৃত্যুফাঁদে বাঁচবেন কীভাবে?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জমা জল পেরোনোর সময়ে সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে কী কী নিয়ম মানবেন, দেখে নিন ঝটপট
advertisement
1/7

রাত থেকে ভোর টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা এবং সংলগ্ন অঞ্চল। মঙ্গলবার দুর্যোগের সকালে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামনে এসেছে একের পর এক মৃত্যুর খবর। পুরসভার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে, শহরের খালগুলিও কানায় কানায় পূর্ণ। ফলে, জলমগ্ন পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। এমন অবস্থায় অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরবাসীকে বাইরে না বেরোনোরই পরামর্শ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
advertisement
2/7
তবে যদি বাইরে বেরোতেই হয়, তা হলে জমা জল পেরোনোর সময়ে সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে কী কী নিয়ম মানবেন, দেখে নিন ঝটপট
advertisement
3/7
জমা জলের মধ্যে যদি ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে থাকার আশঙ্কা প্রবল। শহরের নানা জায়গায় এমন ছেঁড়া বিদ্যুতের তার থেকে বিপদ ঘটেছে ইতিমধ্যেই। তাই ভুলেও খালি পায়ে জল পেরোবেন না। যে দিকে বিদ্যুতের তার পড়ে আছে দেখবেন, সে দিকে যাবেন না। পায়ে প্লাস্টিক বা রবারের জলরোধী জুতো পরে থাকলেই ভাল।
advertisement
4/7
বৃষ্টির সময় লাইটপোস্ট বা ট্রান্সফর্মারে ত্রুটি দেখা দিতে পারে, যার ফলে বিপদ ঘটতে পারে। তাই এগুলি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ছিঁড়ে যাওয়া বা ঝুলে থাকা বৈদ্যুতিক তার দেখতে পেলেই স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা অথবা পুলিশকে খবর দিন।
advertisement
5/7
মনে রাখতে হবে মানবদেহ তড়িতের সুপরিবাহী। তাই বিদ্যুৎপ্রবাহ রয়েছে, এমন কোনও খোলা তার বা বোর্ডের কাছে এলেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা বাড়বে। এই ভাবে যদি কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়, সেক্ষেত্রে কোনও ভাবেই তাঁর গায়ে হাত দেবেন না। গায়ে জলও দেবেন না। বরং কোনও কাঠের লাঠি দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিন। শুধু কাঠ নয় শুকনো উলের পোশাক, খবরের কাগজ অথবা রবার জাতীয় তড়িতের অপরিবাহী বস্তুও ব্যবহার করতে পারেন। তাতে বিদ্যুতের উৎস থেকে সেই ব্যক্তির ছিটকে যাওয়া সম্ভব হবে।
advertisement
6/7
কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারালে তাঁর বুকের উপর চাপ দিয়ে সিপিআর দেওয়ার চেষ্টা করুন। রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। বিদ্যুতের উৎস থেকে সরাতে পারলে সঙ্গে সঙ্গে গরম দুধ ও গরম জল খাওয়ান আক্রান্ত ব্যক্তিকে। এতে শরীরের রক্ত সঞ্চালন দ্রুত স্বাভাবিক হবে।
advertisement
7/7
প্রবল বৃষ্টিতে অনেকের বাড়িতেই জল ঢুকে গিয়েছে। জমা জল সরানোর আগে বাড়ির মেন সুইচ বন্ধ করে দিন। শিশু বা বয়স্কেরা থাকলে সেই জলে পা রাখতে দেবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বানভাসি কলকাতায় একাধিক মৃত্যু, পা রাখামাত্র বিদ্যুৎস্পৃষ্ট! জমা জলে লুকনো মৃত্যুফাঁদে বাঁচবেন কীভাবে?