Water Heater: হু হু করে বাড়বে বিদ্যুৎ বিল...! ইমার্সন হিটার 'এইভাবে' ব্যবহার করছেন না তো? ইলেকট্রিক বাঁচাতে আগে জানুন 'সঠিক' নিয়ম!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Water Heater: অনেকেই এই (ইমারশন ওয়াটার হিটার) হিটার ব্যবহার করেন কারণ এই ডিসেম্বর-জানুয়ারির ঠান্ডায় এগুলি ব্যবহার করে প্রতিদিন স্নানের জন্য জল গরম করা বেশ সহজ হয় এবং খুবই কম দামে বাজারে উপলব্ধ থাকে বলে চটপট কিনে ব্যবহার করা যায় এই হিটার। কিন্তু জানেন কী এই হিটারেরও অনেক অসুবিধা রয়েছে!
advertisement
1/11

ওয়াটার হিটার: এই শীতে ঠান্ডা জলে হাত ছোঁয়ালেই যেন ইলেকট্রিক শক। তাই জল গরম করে স্নান না করলে কোনওভাবেই আর স্নান হয় না। আর বার বার গ্যাসের ওভেনে জল গরম করা কী ভাবেই বা সম্ভব। তাই প্রতিটি ঘরে ঘরে এখন ওয়াটার হিটার।
advertisement
2/11
টুক করে অল্প সময়ে জল গরম করে স্নান করার জন্য এই বস্তুটির জুড়ি মেলা ভার। কিন্তু মনে রাখা জরুরি যে এই ওয়াটার হিটার ব্যবহার করার সময় আমরা অসতর্কতার ফলে যে ছোট ছোট ভুল করি তার অনেক বড় পরিণতি হতে পারে।
advertisement
3/11
অনেকেই এই (ইমারশন ওয়াটার হিটার) হিটার ব্যবহার করেন কারণ এই ডিসেম্বর-জানুয়ারির ঠান্ডায় এগুলি ব্যবহার করে প্রতিদিন স্নানের জন্য জল গরম করা বেশ সহজ হয় এবং খুবই কম দামে বাজারে উপলব্ধ থাকে বলে চটপট কিনে ব্যবহার করা যায় এই হিটার। কিন্তু জানেন কী এই হিটারেরও অনেক অসুবিধা রয়েছে!
advertisement
4/11
এই ইমারশন ওয়াটার হিটারের তারকে জলে ডুবানোর আগে নিশ্চিত হয়ে নিন যে এটি পুরোপুরি ডুবে গিয়েছে। অন্যথায় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। হিটারটি ৮০ শতাংশ জলে সেট করুন। আপনার যদি ২০ লিটারের বালতি থাকে তবে এটি ১৬ লিটার জল দিয়ে পূরণ করুন।
advertisement
5/11
এই তারের মডেলের ওয়াটার হিটার কেনার সময় মনে রাখবেন এতে আইএসআই মার্কিং থাকতে হবে।
advertisement
6/11
এই ধরনের হিটার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে জল গরম করবে। কিন্তু এটি খুব সহজেই বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ এটি সরাসরি বিদ্যুৎ সরবরাহ করে।
advertisement
7/11
যখন এই মডেল হিটারটি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয়, তখন তার তারে একটি সাদা ফিল্ম তৈরি হতে শুরু করে। জলের লবণ এবং ক্যালসিয়ামের কারণে এটি ঘটে। জল গরম করা হলে এতে থাকা লবণ ও ক্যালসিয়াম কণা হিটারের তারে লেগে পুরু আস্তরণ পরে যায়।
advertisement
8/11
এইভাবে যখন হিটারের তারের সঙ্গে লেগে থাকা লবণের ফিল্মটি অপসারণ না করে হিটারটি ক্রমাগত ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু জল গরম করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। আর এতেই বিদ্যুৎ বিল লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়।
advertisement
9/11
এইভাবে, যদি এই ধরনের হিটারের তারে প্রচুর পরিমাণে সাদা ফিল্ম জমে থাকে তবে এটি সময়ে সময়ে সহজেই পরিষ্কার করা জরুরি এবং ব্যবহারের সময় বিদ্যুৎ সাশ্রয় করাও সম্ভব।
advertisement
10/11
তারযুক্ত মডেলের ওয়াটার হিটার ব্যবহার করার সময়, জল গরম হয়েছে কিনা তা দেখার জন্য বার বার হাত দিয়ে জল স্পর্শ করা এড়িয়ে চলা উচিত। কারণ ওয়াটার হিটার বন্ধ না করে এটি স্পর্শ করলে বৈদ্যুতিক শক লাগতে পারে।
advertisement
11/11
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Water Heater: হু হু করে বাড়বে বিদ্যুৎ বিল...! ইমার্সন হিটার 'এইভাবে' ব্যবহার করছেন না তো? ইলেকট্রিক বাঁচাতে আগে জানুন 'সঠিক' নিয়ম!