Water Cooling Tips: শরীর শেষ করছে ফ্রিজের জল, কিন্তু ফ্রিজ ছাড়াই কনকনে ঠান্ডা থাকবে জল! একদম সহজ উপায় জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Water Cooling Tips: কিন্তু জানেন কী, কয়েকটি উপায়ে ফ্রিজ ছাড়াই দীর্ঘক্ষণ জলকে ঠান্ডা রাখা যায়। খুব সাধারণ এই হ্যাকগুলি মেনে চললে খরচের চিন্তা ছাড়াই ঠান্ডা থাকবে বোতলের জল।
advertisement
1/7

গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। একটু ঠান্ডা জলেই স্বস্তি। কিন্তু রাস্তায় বেরোলে বোতলের জল গরম হয়ে উঠছে। আবার ফ্রিজের জল খেলে অনেকেরই ঠান্ডা লাগার সমস্যা দেখা দেয়।
advertisement
2/7
কিন্তু জানেন কী, কয়েকটি উপায়ে ফ্রিজ ছাড়াই দীর্ঘক্ষণ জলকে ঠান্ডা রাখা যায়। খুব সাধারণ এই হ্যাকগুলি মেনে চললে খরচের চিন্তা ছাড়াই ঠান্ডা থাকবে বোতলের জল।
advertisement
3/7
ভেজা কাপড়: বোতলের জল ঠান্ডা রাখতে বড় ভরসা হয়ে উঠতে পারে ভেজা কাপড়। লের পাত্র ভেজা কাপড় দিয়ে মুড়ে রাখলে দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে জল।
advertisement
4/7
ঠান্ডা জল: ঠান্ডা জলের বালতিতে ডুবিয়ে রাখতে পারেন জলের বোতল। এই আদি অকৃত্তিম উপায়েও ঠান্ডা রাখা যায় জল।
advertisement
5/7
মাটির কলসি: বাড়িতে মাটির কলসি থাকলে সেই মাটির কলসির জল খান। মাটির বোতলও ব্যবহার করতে পারেন।
advertisement
6/7
কুলার বাক্সও কিনতে পারেন। বোতলের জল ঠান্ডা রাখতে কাজে আসতে পারে এই কুলার বক্সও।
advertisement
7/7
জলের বোতলের মধ্যে বরফের কুচি ফেলে দিতে পারেন। জলে বরফকুচি ফেলা থাকলে বোতলের জল দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Water Cooling Tips: শরীর শেষ করছে ফ্রিজের জল, কিন্তু ফ্রিজ ছাড়াই কনকনে ঠান্ডা থাকবে জল! একদম সহজ উপায় জানুন