TRENDING:

Paniphal or Water Chestnut Benefits: আপেল কমলালেবু আঙুরকে দশ গোল! কোলেস্টেরল, ব্লাড সুগার, হাইপ্রেশারের যম! সস্তার মহৌষধ পানিফলই খান চুটিয়ে

Last Updated:
Paniphal or Water Chestnut Benefits: আপেল, কমলালেবু, আঙুরের তুলনায় কমদামি বলে অনেকেই এই ফল খেতে চান না। অজান্তেই হাতছাড়া হয় এর প্রচুর গুণাগুণ। বাংলার খালবিলে হওয়া এই ফলের উপকারিতা অঢেল
advertisement
1/7
আপেল কমলালেবু আঙুরকে টেক্কা! কোলেস্টেরল, ব্লাড সুগার, হাইপ্রেশারের যম পানিফল
বাতাসে হাল্কা শীতের আমেজ ছড়িয়ে হাজির হেমন্তকাল। স্বল্পায়ু এই ঋতুর আমেজ মন কেমন করা। কিছু বিশেষ ফল ও সবজি আছে, যা পাওয়া যায় শুধু এই ঋতুতেই। সেরকমই একটি ফল পানিফল।
advertisement
2/7
আপেল, কমলালেবু, আঙুরের তুলনায় কমদামি বলে অনেকেই এই ফল খেতে চান না। অজান্তেই হাতছাড়া হয় এর প্রচুর গুণাগুণ। বাংলার খালবিলে হওয়া এই ফলের উপকারিতা অঢেল। বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর।
advertisement
3/7
শরত-হেমন্ত থেকে শুরু করে শীতের সূত্রপাত অবধি বাজারে কিনতে পাওয়া যায় ঘন সবুজ (মাঝে মাঝে লালও) পানিফল ৷ আমাদের কাছে শুধু ফল হলেও দেশের অন্যান্য অংশে এর ব্যবহার আরও অনেক বেশি৷
advertisement
4/7
এই জলজ ফল জন্ডিস রোগের পথ্য৷ পানিফল অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর৷ অক্সিডেটিভ স্ট্রেস যুঝতে সাহায্য করা এই ফল একাধিক ক্রনিক অসুখে উপশমকারী৷ ভিটামিন, মিনারেলস ভর্তি এই ফল বাড়ায় ফার্টিলিটি। সাহায্য করে অ্যাসিডিটি কমাতে।
advertisement
5/7
ডিটক্স করতেও সাহায্য করে পানিফল। পানিফলে প্রচুর ফাইবার ৷ তাছাড়া এই ফলে ক্যালরি কম ৷ যাঁরা ডায়েটিং করছেন, তাঁদের জন্য এই ফল আদর্শ ৷
advertisement
6/7
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে, কোলেস্টেরল মাত্রা কমাতে এবং পরিপাক ক্রিয়া ঠিক রাখতে পানিফল কার্যকর ৷ পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন-বি এবং ভিটামিন-ই থাকার ফলে পানিফল চুলের জন্য উপকারী ৷
advertisement
7/7
পটাশিয়ামে পূর্ণ পানিফল উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ৷ ফলে হৃদরোগের আশঙ্কা কমে ৷ নিয়মিত পানিফল ডায়েটে থাকলে কম থাকে ক্যানসারের আশঙ্কাও৷ পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে স্বাস্থ্যগত কোনও অসুবিধে না থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ডায়েটে রাখুন পানিফল৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Paniphal or Water Chestnut Benefits: আপেল কমলালেবু আঙুরকে দশ গোল! কোলেস্টেরল, ব্লাড সুগার, হাইপ্রেশারের যম! সস্তার মহৌষধ পানিফলই খান চুটিয়ে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল