Washing Tips: পেইন কিলারে দিয়ে কাপড় কাচুন! ঠিক এই ভাবে, দাগটাগ সব উধাও হয়ে যাবে
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Aspirin for washing clothes: কিন্তু, জানলে অবাক হবেন, আপনার ওষুধের বাক্সে এমন একটা ওষুধ রয়েছে, যা আপনার সাদা কাপড়কে ঝলমলে, উজ্জ্বল করে তুলবে। সামান্য অ্যাসপিরিনেই হবে কাজ৷ কিন্তু, কী ভাবে ব্যবহার করতে হবে সেই অ্যাসপিরিন৷ সেটাই এই প্রতিবেদনে আলোচনা করব আমরা৷
advertisement
1/9

জামাকাপড় কাচার জন্য বহু ডিটারজেন্টই বাজারে মেলে৷ বিজ্ঞাপনে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ কিন্তু, তারপরেও সাদা কাপড়ে হলুদ দাগ থেকেই যায়৷ অনেক সময় বারবার ধুয়েও কোনও লাভ হয় না৷
advertisement
2/9
আগে জামাকাপড় ধোয়া মানেই ছিল একটা গোটা বেলা নষ্ট৷ সঙ্গে পরিশ্রম, খাটুনি৷ তবে ওয়াশিং মেশিন এসে যাওয়ার পরে বিষয়টা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে৷ এমনকি, জামাকাপড়ের শুভ্রতা বজায় রাখার জন্য বাজারে অনেক ওয়াশিং পাউডারও পাওয়া যায়৷ তবে, আধুনিক এবং উন্নত ওয়াশিং মেশিনে সেরা ডিটারজেন্ট ব্যবহার করলেও, সাদা কাপড় যে ঝকঝকে সাদা হবেই, এমন কোনও নিশ্চয়তা নেই।
advertisement
3/9
কিন্তু, জানলে অবাক হবেন, আপনার ওষুধের বাক্সে এমন একটা ওষুধ রয়েছে, যা আপনার সাদা কাপড়কে ঝলমলে, উজ্জ্বল করে তুলবে। সামান্য অ্যাসপিরিনেই হবে কাজ৷ কিন্তু, কী ভাবে ব্যবহার করতে হবে সেই অ্যাসপিরিন৷ সেটাই এই প্রতিবেদনে আলোচনা করব আমরা৷
advertisement
4/9
জামাকাপড় ধবধবে সাদা করতে হলে আপনার প্রয়োজন ৩২৫ মিলিগ্রামের পাঁচটি অ্যাসপিরিন ট্যাবলেট।
advertisement
5/9
ট্যাবলেটগুলি ছোট ছোট করে ভেঙে একটি বড় বাটিতে রেখে তাতে গরম জল ঢেলে ভিজিয়ে রাখুন। সব ট্যাবলেট সম্পূর্ণ দ্রবীভূত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷ মাঝেমধ্যে জলটা একটু নেড়ে দিন।
advertisement
6/9
এর পরে, একটি বালতি সেই অ্যাসপিরিন গোলা জল ঢেলে তাতে একে একে আপনার ময়লা সাদা কাপড় দিয়ে দিন৷ এই ভাবে ভিজিয়ে রাখুন প্রায় আধঘণ্টা৷ তারপরে ধুয়ে দিন জল দিয়ে৷ খুব ভাল হয়, যদি জামাকাপড়গুলো একবার ওয়াশিং মেশিনে ঘুরিয়ে নেওয়া যায়৷
advertisement
7/9
আপনি সরাসরি ওয়াশিং মেশিনেও অ্যাসপিরিন ভেজানো জল যোগ করে জামাকাপড় ধুতে পারেন৷ কিন্তু, অ্যাসপিরিনের জলে ভিজিয়ে রাখার কায়দাটা বেশি কার্যকরী৷
advertisement
8/9
তবে যদি আপনি সাদা কাপড় থেকে রক্তের দাগ ধুতে চান, তাহলে পদ্ধতি হবে অন্য৷ এক্ষেত্রে, গরম জলে নয়, ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে অ্যাসপিরিন৷ গরম জল দিয়ে কখনওই রক্তের দাগ ধুতে যাবেন না৷ কারণ, গরম জলে প্রোটিন জমাট বেঁধে যায়, তাই জামাকাপড়ে আরও বেশি করে বসে যায় রক্তের দাগ৷ সেটা তোলা প্রায় অসম্ভব হয়ে ওঠে৷ তবে অ্যাসপিরিন নিয়ে কাজ করার সময় অবশ্যই বাড়ির ছোটদের থেকে এগুলি দূরে রাখুন৷ সাবধানে কাজ করুন৷
advertisement
9/9
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ মেনে চলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Washing Tips: পেইন কিলারে দিয়ে কাপড় কাচুন! ঠিক এই ভাবে, দাগটাগ সব উধাও হয়ে যাবে