মুখে, গলায় অবাঞ্ছিত আঁচিল! এই ঘরোয়া টোটকাতেই হবে সমাধান
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Warts remove home remedies: মুখে বা গলায় আঁচিল থাকলে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অনেক সময়। এটি সাধারণত দীর্ঘস্থায়ী হয়। বিউটিসিয়ান প্রিয়াঙ্কা দত্ত জানলেন, প্রতিকারের রাস্তা।
advertisement
1/6

প্রাকৃতিকভাবে আঁচিল দূর করতে পেঁয়াজ অত্যন্ত ফলদায়ক। পেঁয়াজ কুচি করে কেটে একটি পাত্রে সারা দিন ঢেকে রেখে রাতে ঘুমানোর আগে পেঁয়াজ কুচির সঙ্গে সামান্য লবণ মিশিয়ে আঁচিল হওয়া ক্ষতস্থানে লাগিয়ে দিলে আঁচিল দূর করতে বিশেষ ভূমিকা রাখে।
advertisement
2/6
কয়েক কোয়া রসুন নিয়ে ভাল করে পেস্ট করে সেই পেস্ট আঁচিলের অংশে সারারাত লাগিয়ে রাখতে হবে। পর পর কয়েকসপ্তাহ এই ভাবে করতে থাকলে ফল হাতে নাতে পাওয়া সম্ভব।
advertisement
3/6
অ্যালোভেরা থেকে জেল টুকু ছাড়িয়ে আঁচিল হওয়া আক্রান্তস্থানে ম্যাসাজ করতে হবে।ত্বকে জেল শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবেই আঁচিল ধীরে ধীরে শুকিয়ে ছোট হয়ে পরিপূর্ণভাবে দূর হবে।
advertisement
4/6
একটি গোটা আলুকে দু টুকরো করে নিয়ে পাঁচমিনিট ধরে আঁচিলের অংশে বারবার ঘষতে হবে। এক্ষেত্রে একটি সুতির কাপড়ের মধ্যে আলুর টুকরো রেখে আঁচিলের অংশে চেপে ধরলেও কাজে দেবে। সপ্তাহে দুদিন করলেও আঁচিল মিলিয়ে যেতে থাকবে।
advertisement
5/6
নারকেল তেল নিয়ে হালকা হাতে আঁচিলের ওপর মালিশ করতে হবে। এটি নিয়মিত করলে আঁচিলের রং হালকা হতে শুরু করবে। ধীরে ধীরে শরীর থেকে আঁচিল মুছে যেতে শুরু করবে।
advertisement
6/6
কলার খোসায় অ্যান্টি অক্সিডেন্ট আছে, যা আঁচিল দূর করতে সাহায্য করে। কলার খোসার ভিতরের অংশটি বের করে পেস্ট তৈরি করে নিয়ে আঁচিলের উপর লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়তে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে জল দিয়ে ধুয়ে ফেললে আঁচিল সহজেই খসে যায়।