Darjeeling: শীতের পাহাড়ে অফবিট জায়গায় ঘুরতে চান? নেওড়া ভ্যালির কোলে লুকিয়ে থাকা মাইরুং গাঁও আপনাকে ডাকছে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling: সিকিম–কালিম্পং যাতায়াতের প্রধান রাস্তায় বারবার ধসের ঘটনায় বহু পর্যটকের ভ্রমণ নষ্ট হয়েছে। ঠিক সেই সময়েই উত্তরবঙ্গের অফবিট মানচিত্রে উজ্জ্বল হয়ে উঠছে এক নতুন নাম—মাইরুং গাঁও।
advertisement
1/9

*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: শীত নামতেই পাহাড়মুখো পর্যটকদের চিন্তা বাড়ে—ন্যাশনাল হাইওয়ে ১০-এ ধস নামবে কি না! বিগত বছরগুলোতে সিকিম–কালিম্পং যাতায়াতের প্রধান রাস্তায় বারবার ধসের ঘটনায় বহু পর্যটকের ভ্রমণ নষ্ট হয়েছে। ঠিক সেই সময়েই উত্তরবঙ্গের অফবিট মানচিত্রে উজ্জ্বল হয়ে উঠছে এক নতুন নাম—মাইরুং গাঁও। ধস–আতঙ্কের বাইরে, কালিম্পংয়ের নীরব সুন্দর পাহাড়ি গ্রামটি এ বছর শীতের ছুটির নতুন আকর্ষণে পরিণত হয়েছে।
advertisement
2/9
*কালিম্পং জেলার হৃদয়ে বিস্তৃত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের প্রান্তঘেঁষে অবস্থিত মাইরুং গাঁও। সিকিমের প্যাঙ্গোলাখা ওয়াইল্ডলাইফ স্যাংচ্যুয়ারি থেকে ভুটানের সামসে জেলার ঘন পাইনবন—৮৮ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এই অরণ্য রেড পান্ডা থেকে ব্ল্যাক প্যান্থার—অসংখ্য বন্যপ্রাণীর আশ্রয়স্থল। অথচ এত বৈচিত্র্যের মাঝেও মাইরুং গাঁও দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিল।
advertisement
3/9
*গ্রামের ইতিহাস যেন কুয়াশার সঙ্গে মিশে থাকা পাইনবনের মতোই রহস্যময়। শতবর্ষ প্রাচীন লেপচা ঘর, পুরোনো চার্চ, বৌদ্ধ মঠ—এক অজানা পাহাড়ি জনপদের নিভৃত গল্প বলে। আজও অত্যধিক বানিজ্যিকীকরণের হাত থেকে অপরিপূর্ণ, তাই শান্তি খোঁজা পর্যটকদের কাছে এই গ্রাম হয়ে উঠছে প্রিয় ঠিকানা।
advertisement
4/9
*মাইরুং গাঁওকে কেন্দ্র করে পর্যটন ভরসা পাচ্ছে একাধিক নতুন হোমস্টে। চারটি সমান কাঠের কটেজ, এটাচড ওয়েস্টার্ন টয়লেট, গিজার, ওয়াই-ফাই, সিসিটিভি, পাওয়ার ব্যাকআপ—সব মিলিয়ে পাহাড়ি অফবিট গন্তব্যেও শহুরে স্বাচ্ছন্দের অভাব নেই এই হোমস্টেগুলিতে।
advertisement
5/9
*সবচেয়ে বড় চমক—কটেজের বিছানা ছাড়াই চোখের সামনে খুলে যায় ডুকা ভ্যালির ওপারে নাথুলার বরফে ঢাকা শৃঙ্গ। মেঘ–রোদ–কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি সেখানে রোজকার দৃশ্য।
advertisement
6/9
*পর্যটকেরাও বলছেন, এই অঞ্চলের সবচেয়ে বড় সুবিধা—এখানে পৌঁছতে NH10-এর উপর নির্ভর করতে হয় না, ফলে ধস আটকাতে পারে না ছুটি। অবস্থানগত সুবিধা হিসেবে লাভা, লোলেগাঁও, রিশপ, কোলাখাম, পেডং, রামধুরা থেকে শুরু করে রেশিখোলা বা জুলুক—সব গন্তব্যই হাতের মুঠোয়।
advertisement
7/9
*এই এলাকার আশপাশে স্থানীয় ট্রেক রুটও পর্যটকদের টানছে। ডুকা ফলস, রিকিসুম ভিউপয়েন্ট—তবে গ্রামসংলগ্ন অচেনা পাকদণ্ডীগুলোয় ঘণ্টাখানেক ঘুরেই মন ভরিয়ে নিচ্ছেন বহু ট্রেকপ্রেমী।
advertisement
8/9
*শীতের মরশুম আসতেই জনপ্রিয় ভিউপয়েন্টগুলোর ভিড় বাড়লেও মাইরুং গাঁও এখনও পর্যন্ত শান্ত। ঠিক সেই কারণেই চুপিসারে জনপ্রিয়তা বাড়ছে এই অফবিট গ্রামের।
advertisement
9/9
*পর্যটন দফতরের মতে, ধস–আতঙ্ক এড়িয়ে নিরাপদ পাহাড়ি ছুটি কাটাতে চাইলে মাইরুং গাঁও উত্তরবঙ্গের অফবিট মানচিত্রের সেরা নাম হয়ে উঠতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Darjeeling: শীতের পাহাড়ে অফবিট জায়গায় ঘুরতে চান? নেওড়া ভ্যালির কোলে লুকিয়ে থাকা মাইরুং গাঁও আপনাকে ডাকছে