TRENDING:

Walnut Health Benefits: আপনার হৃদয়ের খেয়াল রাখতে কী করেন? প্রতিদিন সকালে ভিজিয়ে খান এই বাদাম, পুষ্টিবিদের মতে 'ব্রহ্মাস্ত্র'

Last Updated:
Walnut Health Benefits: এই বাদামে রয়েছে একাধিক পুষ্টি উপাদান, প্রতিদিন খেলে শরীরে যোগাবে শক্তি। জানুন এই বাদামের উপকারিতা।
advertisement
1/6
সুস্থ থাকতে রোজ সকালে ভিজিয়ে খান এই বাদাম, পুষ্টিবিদের মতে 'ব্রহ্মাস্ত্র'!
শরীর সুস্থ রাখতে সকলে কম বেশি নানান জিনিস খেয়ে থাকেন, তবে জানুন এই বাদামের উপকারিতা।
advertisement
2/6
ড্রাই ফ্রুটসের মধ্যে থাকা আখরোটের উপকারিতা জানলে আপনি অবাক হবেন। শরীরে যা যা কাজে লাগে, জানলে চমকে যাবেন।
advertisement
3/6
অত্যন্ত শক্ত খোলস যুক্ত এই বাদাম, জলে ভিজে প্রতিদিন অন্তত একবার খেলে শরীরের কর্ম ক্ষমতা বাড়বে।
advertisement
4/6
বিশেষজ্ঞদের মতে, হার্ট ও মন সুস্থ রাখতে আখরোট ভীষণ কার্যকরী। আখরোট শরীরে প্রচুর শক্তি সরবরাহ করে।
advertisement
5/6
পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস মন্তব্য করেন, আখরোটে রয়েছে ফসফরাস, আয়রন কার্বোহাইড্রেট প্রোটিনের মতো নানান পুষ্টি উপাদান যা শরীরের একাধিক উপকারে কাজে লাগে।
advertisement
6/6
শুকনো আখরোট খাওয়ার সময় একটু তেতো লাগে, কিন্তু জলে ভিজিয়ে খাওয়ার পরে স্বাদ আরও ভাল হয়। এছাড়া ভেজানো আখরোট চিবনোও অনেকটা সহজ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Walnut Health Benefits: আপনার হৃদয়ের খেয়াল রাখতে কী করেন? প্রতিদিন সকালে ভিজিয়ে খান এই বাদাম, পুষ্টিবিদের মতে 'ব্রহ্মাস্ত্র'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল