Vitamin: কোন 'ভিটামিন'-এর অভাবে ত্বকে 'পিগমেন্টেশন' হয় ? ঠোঁট 'কালো' হয়ে যায়? পার্লারে খরচ নয়, জেনে নিন কী কী খেলে সমস্যা মিটবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ত্বকে কালো দাগ-ছোপ? ঠোঁটের রং কালো? আজার কসমেটিক্স ব্যবহার করে বা পার্লারে ছোটাছুটি করে কাজ হবে না! বরং জেনে নিন কোন ভিটামিনের অভাবে এমনটা হচ্ছে
advertisement
1/12

বেশি মেলানিন তৈরির ফলে ত্বকে দাগছোপ দেখা দেয়। ডাক্তারি পরিভাষায় একে বলে হাইপারপিগমেন্টেশন। অনেক সময়ে ঠোঁটেও পিগমেন্টেশন দেখা দেয় যার ফলে ঠোঁট কালচে হয়ে পড়ে। শুধুমাত্র কসমেটিক্স বা কেমিক্যাল প্রডাক্ট ব্যবহার করে এই সমস্যার মোকাবিলা করা যায় না। কারণ, রোগের শিকড় শরীরের অন্দরে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, শরীরে ভিটামিনের ঘাটতি ত্বকে দাগ-ছোপের মূল কারণ।
advertisement
2/12
পুষ্টিবিদরা বলেন, শরীর কেমন আছে, তার প্রথম প্রতিফলন ঘটে ত্বকে। হাইপারপিগমেন্টেশন হতে পারে নানা করাণে, যেমন হরমোনের ভারসাম্যে ঘাটতি, কোনও ক্রনিক অসুখ, বয়সজনিত কারণ। পাশাপাশি, ভিটামিন বি ১২-এর অভাবেও ত্বকে দাগ-ছোপ দেখা দেয়।
advertisement
3/12
সুস্থ থাকতে শরীরে সঠিক ভিটামিন বি ১২ থাকা অত্যন্ত জরুরি। এই ভিটামিন নার্ভের স্বাস্থ্য বজায় রাখে, আরবিসি ও ডিএনএ তৈরিতে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে। মস্তিস্কের কার্যকারিতা উন্নত করে। ভিটামিন বি ১২-র Reference Daily Intake (RDI) হল ২.৪ মাইক্রোগ্রাম। পরিসংখ্যান বলছে, ভারতের প্রায় ৪৭ শতাংশ মানুষ এই ভিটামিনের অভাবে ভুগছেন। বিশেষ করে নিরামিশাষীদের মধ্যেই এই ভিটামিনের ঘাটতি দেখা যায়, কারণ, এটি ‘প্লান্ট বেসড ভিটামিন’ নয়।
advertisement
4/12
নার্ভের কোষ ও রক্তের কোষের স্বাস্থ্য বজায় রাখতে ভিটামিন বি ১২ অত্যন্ত জরুরি। এই ভিটামিন ডিএনএ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীর নিজে থেকে ভিটামিন বি ১২ তৈরি করতে পারে না। কাজেই খাবার ও পানীয়ের মাধ্যমে এই ভিটামিন গ্রহণ করতে হয়। মাংস, দুগ্ধজাত খাবার ও ডিমে প্রচুর পরিমাণে এই ভিটামিন থাকে। বেস কিছু শস্য, পাউরুটি ও ইস্টেও এই ভিটামিন থাকে।
advertisement
5/12
নিরামিষ খাবারে এই ভিটামিনের পরিমাণ কিছুটা কম থাকে। প্রাণিজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ভিটামিন বি১২ থাকে। ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস ও মেটে, সামুদ্রিক মাছের মতো খাবার ভিটামিন বি১২-এর সমৃদ্ধ উৎস। এ ছাড়া দুধ, দই, ছানায়ও ভাল মাত্রায় এই ভিটামিন পাওয়া যায়।
advertisement
6/12
বিভিন্ন গবেষণায় প্রমাণিত, মস্তিষ্কের স্নায়ুর সঙ্গে জড়িত বিভিন্ন রোগ যেমন ডিমেনশিয়া, অ্যালঝাইমার্স, পার্কিনসন্সের সঙ্গে ভিটামিন বি১২-এর যোগ রয়েছে। এই ভিটামিনের অভাবে মস্তিষ্কের স্নায়ু শুকিয়ে যেতে পারে। ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়তে পারে, ঘনঘন সবকিছু ভুলে যেতে পারেন।
advertisement
7/12
National Health Services (NHS)-এর গবেষকরা বলছেন, ভিটামিন বি১২-এর ঘাটতি প্রথম পরিলক্ষিত হয় শরীরের চার অংশে-- হাত, হাতের পাতা, পা ও পায়ের পাতা। গবেষকদের মতে, যাঁদের ভিটামিন বি১২ এর ঘাটতি আছে শরীরে, তাঁদের এই চার অংশে অদ্ভুত একটি অনিভূতি হয়। ডাক্তারি পরিভাষায় একে বলে ' প্যারাসথেসিয়া' বা 'পিন অ্যান্ড নিডল', অর্থাৎ এই চার অংশে ঝিঁঝি ধরে কিংবা সূক্ষ্ম ছুঁচ ফোটানোর অনুভূতি হয়। তবে অনেক ক্ষেত্রে নার্ভের নানা সমস্যা, মালটিপল স্ক্লেরোসিস, হাইপারথাইরয়েডিজম, কম রক্ত, হাইপারভেন্টিলেশন, ডায়াবেটিস-এর কারণেও ' প্যারাসথেসিয়া' হতে পারে।
advertisement
8/12
লন্ডনের National Health Services (NHS)-এর গবেষকদের মতে, ভিটামিন বি ১২-এর অভাবে অ্যানিমিয়া দেখা দেয় কারণ, ভিটামিন বি ১২-এর অভাবে শরীর সঠিকভাবে আরবিসি বা লাল রক্তকণিকা তৈরি করতে পারে না। ভিটামিন বি১২ এর ঘাটতিতে আরবিসি সঠিকভাবে কাজ করতে পারে না। এই পরিস্থিতি ডাক্তারি পরিভাষায় বলে মেগালোব্লাসটিক অ্যানেমিয়া।
advertisement
9/12
ভিটামিন বি১২ শরীরে স্নায়ুর কার্যকারিতা বাড়ায়। তাই এই ভিটামিনের ঘাটতি হলে পায়ে ঝিঁঝি ধরার মত সমস্যা হয়। এ ছাড়া দীর্ঘ ক্ষণ এক জায়গায় বসে থাকলে অনেকের পা অসাড় হয়ে যায়
advertisement
10/12
ভিটামিন বি১২-এর ঘাটতির আরেকটি বড় লক্ষণ হল মুখের ভিতর ঘা হওয়া।
advertisement
11/12
ভিটামিন বি-১২-এর অভাবে পেটের সমস্যা হতে পারে। পেটে সংক্রমণ, প্রদাহের মত সমস্যা দেখা যায়।
advertisement
12/12
অনেক ক্ষেত্রে ভিটামিন ব১২-এর অভাবে ত্বকে হলদেটে ভাব আসে। এ ছাড়া, ত্বকে শ্বেতি, চুলের রং বদলে যাওয়ার মত সমস্যাও দেখা যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vitamin: কোন 'ভিটামিন'-এর অভাবে ত্বকে 'পিগমেন্টেশন' হয় ? ঠোঁট 'কালো' হয়ে যায়? পার্লারে খরচ নয়, জেনে নিন কী কী খেলে সমস্যা মিটবে