Vitamin Deficiency in Weight Loss: কোন ভিটামিনের অভাবে চড়চড়িয়ে বাড়ে ওজন? শরীরে জমে মেদের স্তর? চমকে যাবেন জানলে! কোথায় পাবেন এই ভিটামিন? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vitamin Deficiency in Weight Loss:ডায়েটের উপর আমাদের ওজন বেড়ে যাওয়া বা কমা নির্ভর করে অনেকটাই। জানেন কি ডায়েটে নির্দিষ্ট ভিটামিনের ঘাটতি হলে বাড়তে পারে ওজন। জমতে পারে মেদ।
advertisement
1/6

ওজন বেড়ে যাওয়া নিয়ে আমাদের চিন্তার অন্ত থাকে না। বাড়তি ওজন কমানোর জন্য আমরা মরিয়া হয়ে উঠি।
advertisement
2/6
ওজন বেড়ে যাওয়া নিয়ে আমাদের চিন্তার অন্ত থাকে না। বাড়তি ওজন কমানোর জন্য আমরা মরিয়া হয়ে উঠি।
advertisement
3/6
ডায়েটের উপর আমাদের ওজন বেড়ে যাওয়া বা কমা নির্ভর করে অনেকটাই। জানেন কি ডায়েটে নির্দিষ্ট ভিটামিনের ঘাটতি হলে বাড়তে পারে ওজন। জমতে পারে মেদ। বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।
advertisement
4/6
ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ডায়েটে থাকতে হবে ভিটামিন ডি। আরও একাধিক উপকারিতার সঙ্গে এই ভিটামিন মেটাবলিজমের হার বেশি রাখে।
advertisement
5/6
শরীরে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে না গেলে মেটাবলিজম হার কমে যায়। ফলে শরীরে অবাঞ্ছিত মেদ ও ওজন বেশি হওয়ার প্রবণতা দেখা দেয়।
advertisement
6/6
সামুদ্রিক মাছ, রেড মিট, মেটে, ডিমের কুসুমের মতো খাবারে প্রচুর ভিটামিন ডি আছে। পাশাপাশি যথেষ্ট পরিমাণ সূর্যালোকও দরকার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vitamin Deficiency in Weight Loss: কোন ভিটামিনের অভাবে চড়চড়িয়ে বাড়ে ওজন? শরীরে জমে মেদের স্তর? চমকে যাবেন জানলে! কোথায় পাবেন এই ভিটামিন? জানুন