North Bengal Trip: নেওড়া ভ্যালি ঘেরা একেবারে নতুন এই গ্রাম, জানলা খুললেই হিমালয়ান রেঞ্জ, ঘুরে আসুন ছোট্ট ছুটিতে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
North Bengal Trip: পাখির ডাকে ঘুম ভাঙবে ভোরবেলা। জানালা খুলে বাইরে তাকিয়ে দেখুন, মেঘ সরলেই সামনেই হিমালয়ের রেঞ্জ দেখে মন ভাল হয়ে যাবে।
advertisement
1/5

*নির্জন নিরিবিলিতে রূপের ডালি নিয়ে বসে রয়েছে ছোট্ট পাহাড়ি গ্রাম মাইরুংগাঁও। কালিম্পং শহর থেকে মাত্র ১৫ কিমি দূরে। একেবারে চোখ জুড়ানো ট্যুরিস্ট স্পট। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক দিয়ে ঘেরা এই পাহাড়ি গ্রাম।
advertisement
2/5
*যারা পাখির ছবি তুলতে ভালবাসেন তাঁদের জন্য এই মাইরুংগাঁও একেবারে স্বর্গ রাজ্য। হোমস্টের জানালা খুললেই দিগন্ত বিস্তৃত পাহাড়। পাখির ডাকে ঘুম ভাঙে ভোরবেলায়। জানালা খুলে বাইরে তাকিয়ে দেখুন, মেঘ সরলেই সামনেই হিমালয়ের রেঞ্জ দেখে মন ভাল হয়ে যাবে।
advertisement
3/5
*গ্রামের অনেক ছোট ছোট হোমস্টে রয়েছে। ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও রয়েছে হোমস্টেগুলির সামনে। পাহাড়ি নির্জনতাকে যদি প্রকৃত অর্থেই অনুভব করতে চান, তবে মাইরুংগাঁওয়ের কোনও বিকল্প নেই।
advertisement
4/5
*এই গ্রামে তেমন লোকজনের আনাগোনা নেই। তাই এটিকে এখনও ভার্জিন অফবিট ডেস্টিনেশন হিসাবেই মনে করা হয়। মাত্র ৮ কিমি দূরেই আলগারা। আসার পথে চোখে পড়বে ফুটে রয়েছে রোডোডেনড্রন। এখান থেকে আপনি আলগারা, ইচ্ছেগাঁও, রামধুরাতেও যেতে পারবেন।
advertisement
5/5
*এনজেপি অথবা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে সোজা চলে যেতে পারেন মাইরুংগাঁও। না হলে কম পয়সায় বাসে চলে যান কালিম্পং। সেখান থেকে শেয়ার গাড়িতে আপনার গন্তব্য মাইরুংগাঁও।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Trip: নেওড়া ভ্যালি ঘেরা একেবারে নতুন এই গ্রাম, জানলা খুললেই হিমালয়ান রেঞ্জ, ঘুরে আসুন ছোট্ট ছুটিতে