TRENDING:

Weekend Trip: সপ্তাহান্তে দু-দিন কাটান নবাবিয়ানায়! কলকাতার খুব কাছেই এই জায়গা! কী দেখবেন, কোথায় থাকবেন? জানুন

Last Updated:
Weekend Trip: দুর্গাপুজোর সময় মূলত ভ্রমণপিপাসু বাঙালি কয়েক দিনের ছুটি পেয়ে ঘুরতে আসেন বিভিন্ন জায়গায়। আর হাজারদুয়ারির কাছে হোটেল আছে ৫০০ টাকা থেকে ৫০০০ হাজার টাকা পর্যন্ত। যেমন বাজেট তেমন হোটেল রুম নিতে পারবেন পর্যটকরা।
advertisement
1/7
সপ্তাহান্তে দু-দিন কাটান নবাবিয়ানায়! কলকাতার খুব কাছেই এই জায়গা! কী দেখবেন জানুন
*আর হাতেগোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা, আর তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর সময় মূলত ভ্রমণপিপাসু বাঙালি কয়েক দিনের ছুটি পেয়ে ঘুরতে আসেন বিভিন্ন জায়গায়। আর হাজারদুয়ারির কাছে হোটেল আছে ৫০০ টাকা থেকে ৫০০০ হাজার টাকা পর্যন্ত। যেমন বাজেট তেমন হোটেল রুম নিতে পারবেন পর্যটকরা। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*পুজোর ছুটিতে আসা যেতে পারেন মুর্শিদাবাদ। ঐতিহাসিক একাধিক দর্শনীয় স্থান রয়েছে এখানে। শিয়ালদহ স্টেশন থেকে লোকাল, লালগোলা প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন করে মুর্শিদাবাদ যাওয়া যায়। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*আপনি বহরমপুরে (মুর্শিদাবাদ জেলার সদর) বাসে করে এসে, সেখান থেকে মুর্শিদাবাদ শহরে পৌঁছানোর জন্য একটি অটো রিক্সা বা গাড়ি ভাড়া করতে পারেন। এটি বহরমপুর থেকে প্রায় ১১ কিলোমিটার। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*দুর্গাপুজোর ছুটিতে ঘুরতে চলে আসুন নবাব নগরী মুর্শিদাবাদের নবাব সিরাজদৌল্লার মুর্শিদাবাদ নবাব নগরীতে। পর্যটকদের জন্য পুজোর ছুটিতে হাজির হতেই হবে এই হাজারদুয়ারি প্যালেসে। কলকাতা থেকে ট্রেনে বা বাসে বা গাড়িতে আসতে পারেন এই হাজারদুয়ারি। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*কীভাবে আসবেনঃ কলকাতা থেকে কলকাতা থেকে রয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেস সাড়ে ছ'টায়। সেখান থেকে চলে আসুন মুর্শিদাবাদ স্টেশনে। মুর্শিদাবাদ স্টেশন ছাড়াও বহরমপুর স্টেশন থেকে নেমে হাজারদুয়ারি যেতে পারেন। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*হাজারদুয়ারিতে থাকার জন্য পর্যটন বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বহরমপুর টুরিস্ট লজ বহরমপুর একাধিক বেসরকারি হোটেল রয়েছে। পাশাপাশি, হাজারদুয়ারিতে রয়েছে একাধিক ছোটখাটো হোটেল। অন্যদিকে যুব আবাস। বিভিন্ন হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। অনলাইনে বুকিং করত পারেন এছাড়াও সরাসরি গিয়েও বুকিং করা যেতে পারে। বাজেট আপনার যেমন থাকবে তেমন হোটেল পাবেন আপনি। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*হাজারদুয়ারি ছাড়াও, মতিঝিল, জগৎ শেঠের বাড়ি, একাধিক ঐতিহাসিক স্থান ঘোরার জন্য যেমন রয়েছে ঐতিহাসিক ঘোড়ার গাড়ি, তেমনি রয়েছে ছোট ব্যাটারি চালিত টুকটুক গাড়ি। যাতে নির্দিষ্ট ভাড়া ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি-সহ একাধিক জায়গা। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: সপ্তাহান্তে দু-দিন কাটান নবাবিয়ানায়! কলকাতার খুব কাছেই এই জায়গা! কী দেখবেন, কোথায় থাকবেন? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল