Viral: তুমুল রোমান্সের পর আচমকা নিখোঁজ পুরুষ-সঙ্গী, এক ছবিতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর সত্য! নিমেষে ভাইরাল...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral: ছুটির দিনে দুজনের ঘনিষ্ঠতাও চরমে পৌঁছয়। কিন্তু এরপরেই হঠাৎ নিখোঁজ হয়ে যান ওই ব্যক্তি।
advertisement
1/7

অন্তর্জালের এই জগৎ নিঃসন্দেহে অনেক বড় এবং দ্রুতগামী। যেহেতু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ব্যবহার বেড়েছে, সকলের কাছে পৃথিবীটা অনেক ছোট হয়ে গিয়েছে। এক মহিলা এই ইন্টারনেটের মাধ্যমেই কাছাকাছি আসেন এক অচেনা ব্যক্তির। লিপ্ত হন রোমান্সে। কিন্তু তারপর?
advertisement
2/7
মহিলা জানিয়েছেন, গ্রীষ্মের ছুটিতে এই ব্যক্তির সঙ্গে মহিলার দেখা হয়। ছুটির দিনে দুজনের ঘনিষ্ঠতাও চরমে পৌঁছয়। কিন্তু এরপরেই হঠাৎ নিখোঁজ হয়ে যান ওই ব্যক্তি। সৌভাগ্যক্রমে ওই মহিলার কাছে তাঁর 'অচেনা প্রেমিকের' একটি ছবি ছিল। সেই ছবিই ইন্টারনেটে পোস্ট করেন ওই নারী। শেষমেশ লোকটিকে পাওয়া গেল ওই ছবির সূত্র ধরেই। কিন্তু সেইসঙ্গে বেরিয়ে এল একটি সত্যি, যা ভয়ংকর।
advertisement
3/7
মাইকা রেনি নামে ওই মহিলা টিকটকে এই ব্যক্তির সঙ্গে একটি ছবি পোস্ট করেন। আসলে, গত গ্রীষ্মের ছুটিতে, মাইকা ছুটি কাটাতে ফ্লোরিডার মিয়ামিতে গিয়েছিলেন। এই সময় সমুদ্র সৈকতে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। দুজনের মধ্যে কথা হতে হতেই একটু একটু করে তাঁরা কাছে আসেন।
advertisement
4/7
ব্যাপারটা অত্যন্ত দ্রুত এগিয়ে যায় এবং তারা শারীরিকভাবে ঘনিষ্ঠ হন। দু’জনেই কিছু স্মরণীয় মুহূর্ত একসঙ্গে কাটিয়েছেন সেই সময়। কিন্তু ওইদিনের পর ওই ব্যক্তি মাইককে তার মোবাইল নম্বর দিয়ে চলে যায়। কিন্তু মাইকার কাছ থেকে তার নম্বর কোনওভাবে হারিয়ে যায়।
advertisement
5/7
এরপর হন্যে হয়ে ওই ব্যক্তিকে খুঁজতে শুরু করে মাইক। সে তার নামও জানত না। শুধুমাত্র মোবাইলে ওই ব্যক্তির সঙ্গে কিছু ছবি ছিল তার কাছে। সেগুলোই তিনি Tiktok এ আপলোড করেন। তাকে খুঁজে বের করতে সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় জনগণের কাছেও আবেদন জানান মাইকা। তথ্য হিসাবে, তিনি শুধু এটুকুই সেই বার্তায় লিখেছেন যে এই ব্যক্তি ডেট্রয়েটের বাসিন্দা। মাইকার সেই পোস্ট ভাইরাল হয় এবং প্রায় ৪৫ লাখ মানুষ এটি দেখেন। আশানুরূপভাবে শেষমেশ লোকটিকেও পাওয়া গেল। এপর্যন্ত সব ঠিকঠাক হলেও এখানেই একটা বড় মোড় নিল গোটা ঘটনা।
advertisement
6/7
ইন্টারনেটে মাইকার বার্তা পড়ে যে মহিলা মাইকাকে মেসেজ করে ওই ব্যক্তির সম্পর্কে জানান, বাস্তবে জানা যায় সেই মহিলাই পুরুষের স্ত্রী। মাইকা আরও জানিয়েছেন যে ওই পুরুষের স্ত্রী মাইককে তার স্বামীর প্রতারণার কথা বলার জন্য উল্টে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও মাইকাকে অনুরোধ করেছেন এই ভিডিওটি মুছে না দিতে। এই পোস্টের পরে, মাইকাকে সান্ত্বনা দেয় তাঁর ইন্টারনেটের যোগাযোগে থাকা নেটিজেনদের একাংশ। কিন্তু গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়ার শক্তি আবারও মানুষের সামনে এল। মাইকা তাঁকে সাহায্য করার জন্য এবং তার পোস্ট ভাইরাল করার জন্য নেটিজেনদের ধন্যবাদও জানান সোশ্যাল মাধ্যমে।
advertisement
7/7
এই পোস্টের পরে, মাইকাকে সান্ত্বনা দেয় তাঁর ইন্টারনেটের যোগাযোগে থাকা নেটিজেনদের একাংশ। কিন্তু গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়ার শক্তি আবারও মানুষের সামনে এল। মাইকা তাঁকে সাহায্য করার জন্য এবং তার পোস্ট ভাইরাল করার জন্য নেটিজেনদের ধন্যবাদও জানান সোশ্যাল মাধ্যমে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Viral: তুমুল রোমান্সের পর আচমকা নিখোঁজ পুরুষ-সঙ্গী, এক ছবিতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর সত্য! নিমেষে ভাইরাল...