Viral News: বিছানার চাদর সরাতেই... থরথর করে কাঁপতে লাগলেন মহিলা! আচমকা গলা ফাটানো চিৎকার! তারপর?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral News: কল্পনা করুন সারাদিনের ক্লান্তি শেষে বাড়িতে বিছানায় গা এলাতে যাবেন। সেইমতো দিব্যি হেলেদুলে বেডরুমে ঢুকে যেই না শরীর বিছানায় ছেড়ে দিতে চলেছেন, হঠাৎ চোখের সামনে দেখলেন...
advertisement
1/8

কল্পনা করুন সারাদিনের ক্লান্তি শেষে বাড়িতে বিছানায় গা এলাতে যাবেন। সেইমতো দিব্যি হেলেদুলে বেডরুমে ঢুকে যেই না শরীর বিছানায় ছেড়ে দিতে চলেছেন, হঠাৎ চোখের সামনে দেখলেন বিষাক্ত বিষধর আপনারই বিছানায় টান টান হয়ে শুয়ে! কী করবেন ভেবে দেখুন একবার!
advertisement
2/8
হাড়হিম করা ওই দৃশ্য দেখলে আপনি নির্ঘাত চিৎকার করে আপনার ঘর থেকে ছুটে বেরিয়ে যাবেন এবং এমন কাউকে ডাকবেন যে সেই বিছানা থেকে সাপটিকে বের করতে পারে। এমনই একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার এই মহিলার জীবনে।
advertisement
3/8
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে, এক মহিলা তার বাড়িতে বিছানার চাদর পরিবর্তন করতে বেডরুমে যান। কিন্তু কম্বলটি সরানোর সঙ্গে সঙ্গেই চোখের সামনে দৃশ্য দেখেই আঁতকে ওঠেন তিনি।
advertisement
4/8
মহিলা দেখেন বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে একটি বিপজ্জনক সাপ। ইস্টার্ন ব্রাউন জাতের সাপ। বিষধর ওই সাপ দেখেই ছিটকে যান মহিলা কিছু না ভেবেই আত্ম চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যান তিনি।
advertisement
5/8
সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পূর্বাঞ্চলীয় বাদামি সাপটি প্রায় ৬ ফুট লম্বা। সম্ভবত গরম থেকে বাঁচতেই ঠান্ডা ঘরটিতে ঢুকে বিছানায় গুটিশুটি মেরে শুয়ে থাকে সাপটি।
advertisement
6/8
এদিকে সাপ দেখে ওই মহিলা ঘর থেকে বেরিয়েই দরজায় তালা লাগিয়ে দেন। বাইরে যাওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে সাপ ক্যাচারকে খবর দেন।
advertisement
7/8
খবর পেয়ে সাপ ক্যাচার নিজেই ওই বাড়িতে পৌঁছে যান। Zachery's Snake and Reptile Relocation এর মালিক রিচার্ডস সাপটিকে ধরার সিদ্ধান্ত নেন। বন্ধ ঘরটি খুলতেই তিনিও দেখেন সাপটি বিছানায় শুয়ে আছে।
advertisement
8/8
রিচার্ডস সাপটি ধরার পর পরামর্শ দেন, "কখনও আপনি যদি আপনার বাড়িতে একটি সাপ দেখতে পান, সেই মুহূর্তে সেই জায়গা থেকে সরে যান এবং যাঁরা সাপ ধরতে দক্ষ এমন কাউকে অবিলম্বে খবর দিন। গত ২০ মার্চ ফেসবুকে ছবিটি পোস্ট করেন রিচার্ডস। পোস্টে তিনি লেখেন, আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বিছানাটিও একবার পরীক্ষা করে দেখুন। সতর্ক থাকুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Viral News: বিছানার চাদর সরাতেই... থরথর করে কাঁপতে লাগলেন মহিলা! আচমকা গলা ফাটানো চিৎকার! তারপর?