TRENDING:

Viral Looteri Bride: তরুণী ‘কনে’র কাছে পর পর প্রতারিত ২৫ জন ‘বর’! ‘শ্বশুরবাড়ি’ ফাঁকা করে টাকা, গয়না, ইলেট্রনিক গ্যাজেট নিয়ে চম্পট! অবশেষে পুলিশের জালে ঠগিনী

Last Updated:
Viral Looteri Bride: অঙ্ক কষে অনুরাধা টার্গেট করতেন তাঁর পাত্রদের৷ বিবাহযোগ্য যুবকদের বিয়ে করতেন ‘সম্বন্ধের’ বিয়েতে৷ আইনি কাগজপত্রেও তাঁর প্রতারণা ধরা সম্ভব ছিল না৷ এর পর বাধ্য গৃহবধূর মতো শ্বশুরবাড়িতে সংসারও করতেন অনুরাধা৷
advertisement
1/10
১ কনের কাছে প্রতারিত ২৫ জন বর! শ্বশুরবাড়ি সাদা করে টাকা, গয়না, গ্যাজেট হাতিয়ে চম্পট বধূর
বাংলার ‘ঠগিনী’ বা বলিউডের ‘ডলি কি ডোলি’৷ সিনেমার চিত্রনাট্য এ বার উঠে এল বাস্তবে৷ রাজস্থানের এক তরুণী ঘটনার কেন্দ্রে৷ পুলিশের দাবি, রাজস্থান জুড়ে মোট ২৫ জন যুবককে বিয়ে করেছেন ২৩ বছর বয়সি এই তরুণী৷ তার পর চম্পট দিয়েছেন সর্বস্ব লুঠ করে৷
advertisement
2/10
অভিযুক্তের নাম অনুরাধা পাসওয়ান৷ নাটকীয় স্টিং অপারেশনের পর তাঁকে সোমবার গ্রেফতার করা হয়েছে রাজস্থানের সোয়াই মাধোপুর থেকে৷ তদন্তকারীরা জানিয়েছেন নিপুণ ছকে তরুণদের প্রতারণা করতেন অনুরাধা৷ তিনি ছিলেন চক্রের অন্যতম প্রধান মুখ৷
advertisement
3/10
অঙ্ক কষে অনুরাধা টার্গেট করতেন তাঁর পাত্রদের৷ বিবাহযোগ্য যুবকদের বিয়ে করতেন ‘সম্বন্ধের’ বিয়েতে৷ আইনি কাগজপত্রেও তাঁর প্রতারণা ধরা সম্ভব ছিল না৷ এর পর বাধ্য গৃহবধূর মতো শ্বশুরবাড়িতে সংসারও করতেন অনুরাধা৷
advertisement
4/10
কিছু দিন পর আটঘাঁট বেঁধে টাকা, গয়না নিয়ে পালাতেন অনুরাধা৷ সঙ্গে নিয়ে যেতেন বৈদ্যুতিন গ্যাজেটও৷ স্বামী এবং শ্বশুরবাড়িকে পথে বসিয়ে পালাতেন অনুরাধা৷ সন্ধান করতেন নতুন শিকার৷
advertisement
5/10
পুলিশের কাছে এই ঘটনা গোচরে আসে সোয়াই মাধোপুরের বাসিন্দা বিষ্ণু শর্মার দৌলতে৷ চলতি মাসের গোড়ায় তিনি পুলিশের কাছে অভিযোগ জানান যে সুনীতা ও পাপ্পু মীনা নামে দুই এজেন্টকে তিনি ২ লক্ষ টাকা দিয়েছেন বৌ পাবেন বলে৷
advertisement
6/10
তার পর তিনি সাতপাকে বাঁধা পড়েন অনুরাধার সঙ্গে৷ গত ২০ এপ্রিল তাঁদের আইনি বিয়ে হয় স্থানীয় আদালতে৷ তার পরই গল্পে আসল ট্যুইস্ট৷ বিষ্ণুর অভিযোগ, গত ২ মে তিনি বাড়িতে ফিরে এসে দেখেন তাঁর নববিবাহিতা স্ত্রী নিখোঁজ৷ সঙ্গে নিখোঁজ সব টাকা, গয়না থেকে শুরু করে বাড়ির সব ইলেকট্রনিক গ্যাজেটস৷
advertisement
7/10
তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা অনুরাধা আগে হাসপাতালে চাকরি করতেন৷ দাম্পত্য বিবাদে জেরবার হয়ে স্বামী-সংসার ছেড়ে বেরিয়ে আসেন৷
advertisement
8/10
উত্তর প্রদেশের মহারাজগঞ্জ থেকে অনুরাধা পৌঁছন ভোপালে৷ সেখানেই একটা প্রতারণা চক্রের পাল্লায় পড়েন তিনি৷ হোয়াটসঅ্যাপে নকল বিয়ের চক্র চালাত সেই চক্র৷
advertisement
9/10
লোক ঠকানোর খেলা খেলতে খেলতে অনুরাধা শেষমেশ ধরা পড়লেন নকল বিয়ের ফাঁদেই৷ সোয়াই মাধোপুর পুলিশ একজন কনস্টেবলকে ‘পাত্র’ সাজায়৷ তার পর এজেন্ট মারফত যোগাযোগের পর অনুরাধার পর বিয়ে হয়৷
advertisement
10/10
এর পর আর শেষরক্ষা হয়নি অনুরাধার৷ মূল্যবান সব জিনিস নিয়ে পলায়নের আগেই পুলিশের ফাঁদে ধরা পড়ে যান প্রতারক তরুণী৷ তাঁর চক্রের একাধিক সদস্য ধরা পড়েছেন৷ বাকিদের খোঁজে চলছে তল্লাশি৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Viral Looteri Bride: তরুণী ‘কনে’র কাছে পর পর প্রতারিত ২৫ জন ‘বর’! ‘শ্বশুরবাড়ি’ ফাঁকা করে টাকা, গয়না, ইলেট্রনিক গ্যাজেট নিয়ে চম্পট! অবশেষে পুলিশের জালে ঠগিনী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল