TRENDING:

What is the difference between jam and jelly: জ্যাম ও জেলির মধ্যে পার্থক্য কী? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকেই

Last Updated:
What is the difference between jam and jelly: অনেকেই ভাবেন জ্যাম ও জেলি একই খাবার। আদতে জ্যাম ও জেলি দুইটি সম্পূর্ণ ভিন্ন ঘরানার খাবার। প্রায় একই রকম ঘনত্ব, স্বাদ ও গন্ধের জন্য জ্যাম ও জেলির মাঝে পার্থক্য করতে পারেন না বেশিরভাগ মানুষ।
advertisement
1/6
Jam vs Jelly: জ্যাম ও জেলির মধ্যে পার্থক্য কী? উত্তর দিতে গিয়ে হোঁচট খান অনেকেই
সকালে ব্রেকফাস্টে বা বিকেলের সন্ধ্যার টিফিনে অনেকে পাউরুটির সঙ্গে জ্যাম বা জেলির খেয়ে থাকেন। বিস্কুটের সঙ্গেও অনেকে জ্যাম বা জেলি খান। তবে জেলির ব্যবহারটাই বেশি। জ্যাম অনেকেই পছন্দ করেন না।
advertisement
2/6
অনেকেই ভাবেন জ্যাম ও জেলি একই খাবার। আদতে জ্যাম ও জেলি দুইটি সম্পূর্ণ ভিন্ন ঘরানার খাবার। প্রায় একই রকম ঘনত্ব, স্বাদ ও গন্ধের জন্য জ্যাম ও জেলির মাঝে পার্থক্য করতে পারেন না বেশিরভাগ মানুষ।
advertisement
3/6
ফল থেকে তৈরি করা হলেও, উভয় খাবারেই রয়েছে বড় ধরনের পার্থক্য। এমনকি জ্যাম ও জেলি তৈরির প্রণালীও একে অপরের থেকে ভিন্ন। জ্যাম ও জেলির মধ্যে কী পার্থক্য রয়েছে তা এই প্রতিবেদনে তুলে ধরে হল।
advertisement
4/6
আমরা অরেঞ্জ জেলি, অ্যাপল জেলি, স্ট্রবেরি জেলি কিংবা মিক্স ফ্রুট জেলি বেশি পছন্দ করি খেতে। জেলি তৈরি হয় ফলের নির্যাস দিয়ে। একেবারে মিহি হয় জেলি। এতে কোনও ধরনের ফলের টুকরো থাকে না। ফলের খণ্ড ছেঁকে আলাদা করে কেবল তরল অংশ ফুটিয়ে তৈরি হয় জেলি। ঘন করার জন্য মেশানো হয় পেক্টিন বা চিনি।
advertisement
5/6
জ্যাম তৈরির প্রক্রিয়াটি অনেকটাই জেলি তৈরির মতোই। তবে জ্যাম ও জেলির মাঝে সবচেয়ে বড় পার্থক্যটি হলো, জেলিতে শুধুমাত্র ফলের রস ব্যবহার করা হয় এবং জ্যাম তৈরিতে ব্যবহার করা হয় সম্পূর্ণ ফল। ফলে জ্যামের ভেতর ফলের ছোট-বড় অবশিষ্টাংশ পাওয়া যায়। জ্যামের ঘনত্ব বেশি হয়।
advertisement
6/6
এছাড়া সম্পূর্ণ ফল ব্যবহার করার জন্য জ্যামের ঘনত্ব জেলির চাইতে বেশি হয় এবং জ্যামের স্বাদ ও গন্ধও জেলির চাইতে প্রখর হয়। তাজা ফল চূর্ণ করে তৈরি তাই ফ্লেভারের দিক থেকে শক্তিশালী হয় এটি। তবে পুষ্টিগুণের দিক থেকে জ্যাম ও জেলির পার্থক্য কমই রয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
What is the difference between jam and jelly: জ্যাম ও জেলির মধ্যে পার্থক্য কী? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকেই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল