TRENDING:

সময়-পরিশ্রম দুইই বাঁচবে, মহালয়ার আগে এই টিপস মানলে নিমেষে ঝকঝকে হবে বাথরুম

Last Updated:
Vinegar to baby oil clean the bathroom: ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে হলে মেনে চলতে হবে কয়েকটা ঘরোয়া টিপস।
advertisement
1/7
সময়-পরিশ্রম দুইই বাঁচবে, মহালয়ার আগে এই টিপস মানলে নিমেষে ঝকঝকে হবে বাথরুম
*একজন নিপুণ গৃহিণী সব সময় তাঁর বাড়ি-ঘর সাজিয়ে রাখেন। তবে অনেক সময় চোখ এড়িয়ে যায় বাথরুম। অথচ গোটা বাড়িতে বাথরুম সবচেয়ে বেশি নোংরা আর স্যাঁতস্যাঁতে হয়। তাই বাথরুম পরিষ্কার করা একটা হ্যাপার কাজ। যেটা করতে বেশ খানিকটা সময় বাড়ির মেয়েদের চলে যায়। প্রতীকী ছবি সংগৃহীত। 
advertisement
2/7
*অনেকেই ঘণ্টার পর ঘণ্টা বাথরুম পরিষ্কার করেন এবং কাজের শেষে খুব ক্লান্ত হয়ে পড়েন। অনেকেই আবার বাজারচলতি অনেক পণ্য কিনে সেটা ব্যবহার করেও খুশি হন না। কারণ সেই সব পণ্য ঠিকমতো বাথরুম পরিষ্কার করে না। এই সব ঝামেলা-ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে হলে মেনে চলতে হবে কয়েকটা ঘরোয়া টিপস। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
3/7
*টি ট্রি অয়েল দিয়ে বাথরুম পরিষ্কার: টি ট্রি অয়েলের অনেক উপকারিতা রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। তাই বাথরুমে এটি ব্যবহার করলে দুর্দান্ত ফল পাওয়া যাবে। বাথরুমের সিঙ্ক পরিষ্কার করতে, বেকিং সোডার সঙ্গে সামান্য টি ট্রি অয়েল মিশিয়ে দিয়ে সিঙ্কে ভাল করে স্ক্রাব করতে হবে। এই মিশ্রণ সহজেই সব রকমের দাগ এবং ব্যাকটেরিয়া দূর করবে এবং সিঙ্ক আবার ঝকঝকে দেখাবে। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
4/7
*শেভিং ফোম দিয়ে পরিষ্কার: বাথরুমের আয়নায় অনেক সময় অনেক রকমের দাগ পড়ে। সেই দাগ তোলার জন্য বেশি পরিশ্রম করতে হবে না। আয়নার উপর একটু শেভিং ফোম লাগিয়ে মিনিট খানেক রেখে শুকনো তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে। দেখা যাবে যে শেভিং ফোমের গুণে আয়নার কাচ হয়েছে ঝকঝকে। এতে আঙুলের দাগও উঠে যায়। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
5/7
*ভিনিগার দিয়ে বাথরুম পরিষ্কার: বাথরুম পরিষ্কার করার নানা পণ্যের অনেক দাম। অকারণে সেই সব কিনে অর্থ ব্যয় না করে বাড়িতেই সহজলভ্য ভিনিগার ব্যবহার করা যেতে পারে। বাথরুমের টাইলস হলদেটে হয়ে গেলে সেটা পরিষ্কার করতে ভিনিগারের সাহায্য নিতে হবে। এর জন্য গরম জলে ১/২ কাপ সাদা ভিনিগার মিশিয়ে টাইলস ভাল করে ঘষতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন ভিনিগার দিয়ে মার্বেল পরিষ্কার না করা হয়, ভিনিগারের অ্যাসিড মার্বেল নষ্ট করে দেবে। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
6/7
*বেবি অয়েল দিয়ে পরিষ্কার: একটা কাপড়ে বেবি অয়েল লাগিয়ে সেটা দিয়ে শাওয়ার, কলের মাথা ইত্যাদি পরিষ্কার করলে সেগুলো চাঁদের মতো ঝকঝক করবে। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
7/7
*বেকিং সোডা দিয়ে পরিষ্কার: টয়লেটের পাইপে জমে থাকা ময়লা দূর করতে এবং কমোড ইত্যাদি পরিষ্কার করতে বেকিং সোডা ব্যবহার করা যায়। ১ কাপ বেকিং সোডা এবং ২ কাপ ভিনিগার মিশিয়ে ৩০ মিনিটের জন্য কমোডে রেখে ফ্লাশ করতে হবে। প্রতীকী ছবি সংগৃহীত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সময়-পরিশ্রম দুইই বাঁচবে, মহালয়ার আগে এই টিপস মানলে নিমেষে ঝকঝকে হবে বাথরুম
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল