পুরুষদেরও যে ফ্যাশন হতে পারে, তা শিখিয়েছিলেন শর্বরী দত্ত
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বিভিন্ন দেশের, বিশেষ করে ভারতের সংস্কৃতি হয়ে উঠেছিল শর্বরী দত্তের কাজের ইন্সপিরেশন।
advertisement
1/4

প্রয়াত শর্বরী দত্ত ৷ বৃহস্পতিবার রাতে সাড়ে এগারোটা নাগাদ ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ দেহ ময়নাতদন্তে নিয়ে গিয়েছে পুলিশ ৷
advertisement
2/4
চোখের নীচে পুরু কাজলের রেখা। কানে, গলায় ভারী রুপোর গয়না। নাকে পেল্লাই নথ। আঙুলে বেশ কয়েকটি আংটি। ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত বলতে এই চেহারাটাই চোখের সামনে ভেসে ওঠে। বৃহস্পতিবার রাতে ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। তিনি চলে গেলেন। রয়ে গেল শর্বরীর তৈরি অমূল্য সব পোশাক।
advertisement
3/4
জনপ্রিয় কবি অজিত দত্তের মেয়ে শর্বরী। সাহিত্য চর্চা, বই, থিয়েটার, পেইন্টিং. এইসবের মধ্যে বড় হয়েছেন। নিজেকে প্রকাশ করার মাধ্যম কোনটা বুঝে উঠতে পারতেন না। পড়াশোনার পাঠ চুকে গেলে, অল্প বয়সে বিয়ে হয়ে যায় শর্বরীর। একেবারে যৌথ পরিবারের গিন্নি হয়ে ওঠেন তিনি। কিন্তু মনে ঘুরপাক খেত নানা রকম ডিজাইন। ১৯৯১ সালে শখ করে একটি ঘরোয়া প্রদর্শনী করেন তিনি। মোটামুটি সব বিক্রি হয়ে যায়। প্রথম থেকেই শর্বরী পুরুষদের জন্য পোশাক বানান।
advertisement
4/4
বিভিন্ন দেশের, বিশেষ করে ভারতের সংস্কৃতি হয়ে উঠেছিল তাঁর কাজের ইন্সপিরেশন। মূলত raw সিল্ক ও তসরের উপর কাজ করতেন শর্বরী। বাংলার সেলেবরা তো বটেই এম এফ হুসেন, সুনীল গাভাস্কর, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব-সহ বিভিন্ন তারকাদের জন্য পোশাক ডিজাইন করেছেন শর্বরী। অভিষেক বচ্চনের বিয়ের পোশাকও তাঁরই তৈরি করা।