Vastu Tips: ঠাকুরঘরে রাখুন এই ফুল ও এই ফল, মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থসম্পদে ভরে থাকবে আপনার জীবন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vastu Tips: ঠাকুরঘরে বসে শুধু পুজো করলেই হবে না। পালন করতে হবে কিছু বাস্তু টিপস-ও। এই নিয়মগুলি পালন করলে বাড়িতে দেবী লক্ষ্মীর আসন চিরস্থায়ী হবে
advertisement
1/7

ঠাকুরঘরে বসে শুধু পুজো করলেই হবে না। পালন করতে হবে কিছু বাস্তু টিপস-ও।
advertisement
2/7
জ্যোতিষ বিশেষজ্ঞ মধু কোটিয়ার মতে, এই নিয়মগুলি পালন করলে বাড়িতে দেবী লক্ষ্মীর আসন চিরস্থায়ী হবে।
advertisement
3/7
নারকোল বা নারকেলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বলা হয় ঠাকুরঘরে একটা নারকেল রেখে দিতে।
advertisement
4/7
মনে করা হয়, একটি নারকেলে হলুদ, সিঁদুর মাখিয়ে ঠাকুরঘরে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদে ধনসম্পদ ও শ্রীবৃদ্ধি হয়ে ভরে থাকে জীবন।
advertisement
5/7
প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপুজো করেন? চেষ্টা করুন সেই পুজোতে প্রতি বৃহস্পতিবার একটা করে লালপদ্ম দেবীকে নিবেদন করতে।
advertisement
6/7
বলা হয়, মা লক্ষ্মীর আসনে একটি লালপদ্ম সর্বদা থাকলে আর্থিক নিশ্চয়তা ও জীবনে সুস্থিতি বজায় থাকে।
advertisement
7/7
ঠাকুরঘরে সামান্য হলেও কর্পূর রেখে দিন। আর্থিক সমৃদ্ধি সব সময় আপনাকে ঘিরে থাকবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu Tips: ঠাকুরঘরে রাখুন এই ফুল ও এই ফল, মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থসম্পদে ভরে থাকবে আপনার জীবন