Vastu tips for balcony: বাস্তু টিপস মেনে বারান্দার এই কোণে রাখুন গাছ, অন্য দিকে রাখুন দোলনা, সংসারে উপচে পড়বে টাকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vastu tips for balcony: বারান্দা বা ব্যালকনির জন্য আছে বিশেষ বাস্তু টিপস৷ সেগুলি মানলে সংসারে বাধা বিঘ্ন নাশ হয়ে সংসারে আসে অর্থ এবং সুখসমৃদ্ধি
advertisement
1/10

একফালি বারান্দা যেন বাড়ি এবং বাড়ির বাসিন্দাদের কাছে মনপ্রাণ খুলে উজাড় করে দেওয়ার উন্মুক্ত প্রাঙ্গণ৷ সারা দিনের ব্যস্ততার পর বারান্দায় সময় কাটানো যোগান দেয় টাটকা তাজা বাতাসের৷ বারান্দাতেই পছন্দের বই পা পানীয়র সঙ্গে কাটে জীবনের সোনালি মুহূর্ত৷
advertisement
2/10
কিন্তু জানেন কি বারান্দা বা ব্যালকনির জন্য আছে বিশেষ বাস্তু টিপস৷ সেগুলি মানলে সংসারে বাধা বিঘ্ন নাশ হয়ে সংসারে আসে অর্থ এবং সুখসমৃদ্ধি৷ সেই বাস্তুটিপস মেনেই সাজিয়ে তুলুন বারান্দা৷
advertisement
3/10
বারান্দার দক্ষিণ কোণে রাখুন ছোট্ট টেবিল ও দুটি চেয়ার৷ পশ্চিম কোণে রাখতে পারেন ছিমছাম কোনও আসবাবপত্র৷
advertisement
4/10
বারান্দা সব সময় পরিষ্কার পরিচ্ছন রাখুন৷ হাল্কা আসবাবপত্রে সাজিয়ে নিন৷ ভারী জিনিস কখনওই রাখবেন না বারান্দায়৷
advertisement
5/10
বারান্দায় রাখুন কেতাদুরস্ত দোলনা৷ দোলনা দক্ষিণ দিশামুখী হলে আপনার মন ভাল থাকবে৷ বাস্তু মতেও অত্যন্ত শুভ৷
advertisement
6/10
বারান্দার উত্তর পূর্ব কোণে রাখুন ছোট্ট পাত্রভর্তি জল বা হালফ্যাশনের ঝরনা৷ এতে আপনার অশান্ত মন শান্ত হবে৷ সংসারে উপচে পড়বে অর্থসম্পদ৷
advertisement
7/10
বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে রাখুন গাছ৷ ইন্ডোর বা আউটডোর প্ল্যান্টের কম্বিনেশনে সাজিয়ে তুলুন ওই কর্নার৷ এই কোণে গাছপালা থাকলে আলোবাতাসের অভাব হবে না৷ গাছও ভাল থাকবে৷ আপনার সংসারের পক্ষেও শুভ৷
advertisement
8/10
বারান্দা ছোট হলে পশ্চিম দেওয়াল বরাবর করতে পারেন ভার্টিকাল গার্ডেনও৷ এতে ব্যালকনি গার্ডেনও হবে৷ আবার জায়গাও সাশ্রয় হবে৷
advertisement
9/10
অন্ধকার বারান্দায় কখনওই থাকবেন না৷ রাতের বেলা বারান্দায় হাল্কা আলো জ্বালিয়ে রাখুন৷
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu tips for balcony: বাস্তু টিপস মেনে বারান্দার এই কোণে রাখুন গাছ, অন্য দিকে রাখুন দোলনা, সংসারে উপচে পড়বে টাকা