Vastu tips-Mirror: ঘুমোনোর আগে আয়না কাপড় দিয়ে কেন ঢাকতে হয়? ঘরের এই দিকে ভুলেও রাখবেন না আয়না
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Vastu tips-Mirror:ঘরে আয়না রাখলেই হল না! এই নিয়ম না জানা থাকলে সর্বনাশ ঘটে যাবে! জানুন বিশেষজ্ঞের মত
advertisement
1/5

বাড়ির আয়না পূর্ব বা উত্তর দেয়ালে এমনভাবে রাখতে হবে, সবার মুখ পূর্ব বা উত্তর দিকে থাকে। দক্ষিণ বা পশ্চিম দেয়ালে আয়না রাখলে, বিপরীত দিক থেকে আসা শক্তি প্রতিফলিত করে।
advertisement
2/5
ঘরে আয়না রাখার জন্য সঠিক দিক হচ্ছে উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিক। এই দিকে আয়না রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।ঘরের খিলান বা আলমারির সামনে রাখা আয়না ঘরে ধন-সম্পদ বৃদ্ধি করে।আয়না কোথাও থেকে ভাঙা উচিত নয়। এছাড়াও এটি পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ।
advertisement
3/5
বাস্তু বিশেষজ্ঞ অ্যাস্ট্রো আর চৌধুরী বলেন, 'শোওয়ার ঘরে যে কোনও আয়না রাখার সময় বিশেষ যত্ন নিতে হবে। ঘরে এমনভাবে আয়না রাখুন যাতে ঘুমানোর সময় শরীরের কোনও অংশ এতে দেখা না যায়, কারণ এতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে।'
advertisement
4/5
ঘর ছোট হওয়ার কারণে যদি আপনার বিছানার সামনে আয়না রাখা থাকে, তাহলে রাতে ঘুমানোর সময় সেই আয়না কাপড় দিয়ে ঢেকে দিন। এটি নেতিবাচক প্রভাব ফেলবে না।
advertisement
5/5
ঘরে দক্ষিণ ও পশ্চিম দিকে আয়না রাখবেন না, এতে কলহ বা অশান্তি বাড়ে।ঘরের দেয়ালে আয়না সামনাসামনি রাখা উচিত নয়, এতে বাড়িতে উত্তেজনা তৈরি হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu tips-Mirror: ঘুমোনোর আগে আয়না কাপড় দিয়ে কেন ঢাকতে হয়? ঘরের এই দিকে ভুলেও রাখবেন না আয়না