Vastu Tips for Study Table: সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন? পড়ার টেবিল রাখুন এই বাস্তু টিপস মেনে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vastu Tips for Study Table: পড়ার টেবিলের সঙ্গেও জড়িয়ে আছে বাস্তুশাস্ত্রের নানা টোটকা
advertisement
1/9

বাড়ির সব অংশের সঙ্গেই জড়িত বাস্তুশাস্ত্র৷ পড়ার টেবিলের সঙ্গেও জড়িয়ে আছে বাস্তুশাস্ত্রের নানা টোটকা৷ সেগুলি অনুসরণ করলে মসৃণ হবে আপনার সন্তানের পড়াশোনার পথ৷
advertisement
2/9
বাস্তুশাস্ত্র অনুযায়ী, পড়ার ঘরে টেবিল রাখার আদর্শ দিক হল উত্তর এবং দক্ষিণ৷ অর্থাৎ টেবিলে যে পড়বে, তার মুখ যেন থাকে উত্তর বা দক্ষিণ দিকেই৷
advertisement
3/9
দক্ষিণপূর্ব, উত্তরপূর্ব, দক্ষিণপশ্চিম, উত্তরপশ্চিম এবং দক্ষিণ দিকে কখনওই পড়ার টেবিল রাখবেন না৷ মনে করা হয় এই দিকে মুখ করে বসলে পড়ায় মনঃসংযোগ করা যায় না৷
advertisement
4/9
পড়ার টেবিলের আকার হতে হবে আয়তাকার৷ অন্য কোনও আকারের টেবিল অশুভ শক্তিকে ডেকে আনতে পারে৷ তাই সেগুলি বর্জনীয়৷
advertisement
5/9
পড়ার টেবিল সব সময় কাঠের হওয়াই বাঞ্ছনীয়৷ একইসঙ্গে পড়ার টেবিলের মেটিরিয়াল যেন টেকসই হয়, দেখতে হবে সেটাও৷
advertisement
6/9
ঘরের দেওয়ালের সঙ্গে টেবিল ঠেকিয়ে রাখবেন না৷ দেওয়াল থেকে টেবিলের যেন সামান্য হলেও ফাঁকা অংশ থাকে৷ সব সময় গুছিয়েও রাখতে হবে টেবিল৷
advertisement
7/9
পড়ার টেবিলের কাছেই দেওয়ালে রাখুন অনুপ্রেরণামূলক উদ্ধৃতি৷ টেবিলের উল্টোদিকে ফাঁকা দেওয়াল না রাখাই ভাল৷ টেবিলের রং রাখুন প্যাস্টেল নীল এবং সবুজ৷ হাল্কা সাদা বা ক্রিম রঙাও করতে পারেন ৷
advertisement
8/9
টেবিলের রং হাল্কা রাখলে পড়ুয়ার মনে সুপ্রভাব ছড়িয়ে পড়ে৷ যদি গাঢ় রঙের টেবিল হয় তাহলে অশুভ প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকতে পারে৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu Tips for Study Table: সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন? পড়ার টেবিল রাখুন এই বাস্তু টিপস মেনে