Vastu Tips for Peacock Feather: বাড়িতে বাস্তুশাস্ত্র মেনে এভাবে রাখুন ময়ূরের পালক, আপনার জীবনে সৌভাগ্য ও অর্থবৃষ্টি হবেই
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Vastu Tips for Peacock Feather: সৌন্দর্যের পাশাপাশি ময়ূরের পালকের একাধিক বাস্তু উপকারিতাও আছে
advertisement
1/8

প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে অনেকের বাড়ির ঠাকুরঘরেই থাকে ময়ূরের পালকের তৈরি চামর। পূজা পার্বণে চামরের ব্যবহার সুপ্রাচীন। এছাড়া ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করে ময়ূরের পালক।
advertisement
2/8
সৌন্দর্যের পাশাপাশি ময়ূরের পালকের একাধিক বাস্তু উপকারিতাও আছে। সে প্রসঙ্গে জানিয়েছেন জ্যোতিষী তথা বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত ঋষিকান্ত মিশ্র।
advertisement
3/8
বাড়িতে পূর্বদিকে রাখুন ময়ূরের পালক। উত্তর পশ্চিমমুখী করেও রাখতে পারেন ময়ূরের পালকের গুচ্ছ। তাহলে সৌভাগ্য ও ধনসম্পদ থাকবে আপনার হাতের মুঠোয়।
advertisement
4/8
৮ টি ময়ূর পালক গুচ্ছ বেঁধে রাখুন উত্তর পূর্ব দেওয়ালে। এমনভাবে রাখুন, যাতে বাড়ির সকলের নজরে সহজেই পড়ে। বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে সদর্থক বার্তা বয়ে আনে এই টোটকা।
advertisement
5/8
পড়ুয়ারা তাঁদের পড়ার টেবিলে রাখুন ময়ূরের পালকের গুচ্ছ। প্রচলিত বিশ্বাস, এর ফলে পঠনপাঠনে ফিরে আসে মন। মনসংযোগের সমস্যা কাটে।
advertisement
6/8
বলা হয় বাড়ি থেকে কুপ্রভাব ও কুনজর দূর করে ময়ূরের পালকের গুণ। বাড়ির বৈঠকখানায় পূর্বদিকে রাখুন ময়ূরের পালক।
advertisement
7/8
বাস্তুশাস্ত্রের নিয়ম মেনেই বাড়িতে রাখুন ময়ূরের পালক। না হলে সংসারে অভাবের দুঃস্বপ্ন নেমে আসতে পারে। আলমারি বা সিন্দুকে কখনওই ময়ূরের পালক রাখবেন না। তাহলে সঙ্গী হবে অনটন।
advertisement
8/8
ময়ূরকে আহত করে তার পালক সংগ্রহ করা উচিত নয়। ময়ূরের দেহ থেকে যে পালক ঝরে পড়ে যায়, সেটাই ব্যবহার করা উচিত। তাতে ময়ূরের আঘাত লাগে না। আবার ময়ূরের পালকও সংগ্রহ করা যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu Tips for Peacock Feather: বাড়িতে বাস্তুশাস্ত্র মেনে এভাবে রাখুন ময়ূরের পালক, আপনার জীবনে সৌভাগ্য ও অর্থবৃষ্টি হবেই