Vastu tips for Indoor Water Fountain: বাড়ির এই বিশেষ জায়গায় রাখুন জলের ঝর্না বা ফোয়ারা, অশান্তি দূর হয়ে আসবে টাকা এবং সুখশান্তি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Vastu tips for Indoor Water Fountain: ফেংশুই ও বাস্তুশাস্ত্র মতে ওয়াটার ফাউন্টেন ঠিকমতো বাড়িতে রাখলে সংসারে অর্থ, সুখসমৃদ্ধি ও শান্তি আসে
advertisement
1/10

ঘরের সৌন্দর্যের পাশাপাশি বাস্তুশাস্ত্রেও বেশ গুরুত্বপূর্ণ ওয়াটার ফাউন্টেন৷ অনলাইনে বা অফলাইন দোকানে পেয়ে যাবেন এই শোপিস৷
advertisement
2/10
বাস্তুশাস্ত্র মতে উত্তর, উত্তরপূর্ব এবং পূর্ব দিকে সাজিয়ে রাখুন জলের ঝর্না৷ তবে সবথেকে সেরা পজিশন হল উত্তর দিক৷ এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে৷
advertisement
3/10
বাগানে ঝর্না রাখলে সব সময় বেছে নিন উত্তর পূর্ব কোণ৷
advertisement
4/10
শোওয়ার ঘরে ওয়াটার ফাউন্টেন রাখবেন না৷ এতে সম্পর্কের উপর কুপ্রভাব পড়ে৷ বেডরুমে ওয়াটার এলিমেন্টে রাখা ঠিক নয়৷
advertisement
5/10
বাড়ির মূল প্রবেশদ্বারের কাছে রাখুন ওয়াটার ফাউন্টেন৷ যদি সেটা উত্তরদিকে হয়, তাহলে খুবই ভাল৷
advertisement
6/10
ঝর্নার জলের প্রবাহ যেন কোনও সময় বন্ধ না হয়৷
advertisement
7/10
কৃত্রিম এই ঝর্না নিয়মিত পরিষ্কার রাখুন৷ জলে পরিশোধক দিন৷ তাহলে আগাছা জন্মাবে না৷
advertisement
8/10
বৈদ্যুতিন ঝর্নার বদলে কিনুন ব্যাটারিচালিত ঝর্না৷
advertisement
9/10
ফেংশুই ও বাস্তুশাস্ত্র মতে ওয়াটার ফাউন্টেন ঠিকমতো বাড়িতে রাখলে সংসারে অর্থ, সুখসমৃদ্ধি ও শান্তি আসে৷
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu tips for Indoor Water Fountain: বাড়ির এই বিশেষ জায়গায় রাখুন জলের ঝর্না বা ফোয়ারা, অশান্তি দূর হয়ে আসবে টাকা এবং সুখশান্তি