Vastu tips with Camphor: অভাব কাটিয়ে সংসারে অর্থ, চাকরিতে উন্নতি চান? ছোট্ট কর্পূর দিয়ে পালন করুন এই সহজ টোটকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vastu tips with Camphor: পুজোর উপাচার হিসেবে কর্পূর খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না বাস্তুশাস্ত্রে এই সামান্য জিনিসটি অসামান্য
advertisement
1/7

পুজো অর্চনায় কর্পূরের ব্যবহার অনস্বীকার্য। পুজোর উপাচার হিসেবে কর্পূর খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না বাস্তুশাস্ত্রে এই সামান্য জিনিসটি অসামান্য।
advertisement
2/7
বিশ্বাস করা হয় বাড়িতে সদর্থক বার্তা বয়ে আনে কর্পূর। তার জন্য সকালে ও সন্ধ্যায় পূজার ঘরে দেশি ঘিয়ে কর্পূর প্রজ্বলন করার রীতি দীর্ঘ দিন ধরে পালিত হয়ে আসছে।
advertisement
3/7
বাড়িতে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে রাত্রে সব কাজ হয়ে গেলে রান্নাঘরে একটি পাত্রে লবঙ্গ ও কর্পূর একসঙ্গে প্রজ্বলন করা হয়। এর ফলে চাকরিতে পদোন্নতি ত্বরান্বিত হয়।
advertisement
4/7
স্নানের জলে কিছু ফোঁটা কর্পূরের তেল মেশালে শরীর থেকেও নেগেটিভ এনার্জিও দূর হয়। শরীর সুস্থ এবং ভাগ্য সুপ্রসন্ন হয়। সংসারে অর্থাগম হয়।
advertisement
5/7
সংসারে সম্পদ, আনন্দ এবং সমৃদ্ধি আনার জন্য বাড়ির অগ্নি কোণ বা দক্ষিণপূর্ব দিকে কর্পূর প্রজ্বলন করার জন্য বলা হয়। এতে দেবী লক্ষ্মী সুপ্রসন্ন হন বলে বিশ্বাস।
advertisement
6/7
রাতে ঘুমনোর সময় বালিশের তলায় এক খণ্ড কর্পূর রাখুন। সকালে ঘুম থেকে উঠে সেটি প্রজ্বলন করুন। বিশ্বাস, এর ফলে দাম্পত্যে অশান্তি দূর হয়।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu tips with Camphor: অভাব কাটিয়ে সংসারে অর্থ, চাকরিতে উন্নতি চান? ছোট্ট কর্পূর দিয়ে পালন করুন এই সহজ টোটকা